নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে