নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের অজ্ঞতা ও প্রশাসনিক জটিলতার কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নেই, এমন কর্মকর্তারা দায়িত্বে থাকায় আমরা অযৌক্তিক হয়রানির শিকার হচ্ছি।’
আবু তাহের দাবি করেন, কৃষি খাতে ব্যবহৃত উচ্চ মূল্যের প্রযুক্তি পণ্যগুলোকে যথাযথভাবে মূল্যায়ন না করে আলাদাভাবে যন্ত্রাংশ ধরে শুল্ক আরোপ করার প্রবণতা প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানি কাজে লাগিয়ে সেচ সম্প্রসারণের একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে সেন্টার পিভট ইরিগেশন (সিপিআই) যন্ত্রটির ব্যবহার অপরিহার্য। কিন্তু চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমস কর্মকর্তারা যন্ত্রটিকে পূর্ণাঙ্গ কৃষি সেচ প্রযুক্তি হিসেবে না দেখে বিভিন্ন যন্ত্রাংশ ধরে শুল্ক নির্ধারণ করতে চাচ্ছেন।
১৭ জুন যন্ত্রটি শুল্কায়নের জন্য কাস্টমসে জমা দেওয়া হয়। প্রকৃত হিসাবে এর ওপর শুল্ক নির্ধারিত হওয়ার কথা ১২ লাখ ৫ হাজার ৪৬৯ টাকা। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ এটিকে বাণিজ্যিক উপকরণ হিসেবে চিহ্নিত করে জরিমানা, অতিরিক্ত শুল্কসহ মোট ৪২ লাখ টাকা দাবি করেছে।
এ বিষয়ে আবু তাহের বলেন, ‘কাস্টমসে আটকে থাকায় প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছি। আর যদি এই জটিলতা না কাটে, তাহলে পুরো প্রকল্প হুমকির মুখে পড়বে।’ তিনি সরকারের কাছে কৃষি যন্ত্রপাতি আমদানির নিয়ম সহজীকরণ এবং কাস্টমস কর্মকর্তাদের কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেরপা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপব্যবস্থাপক রুহুল আমিন এবং প্রকল্প ইনচার্জ মাহফুজুর রহমান।
কৃষি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের অজ্ঞতা ও প্রশাসনিক জটিলতার কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নেই, এমন কর্মকর্তারা দায়িত্বে থাকায় আমরা অযৌক্তিক হয়রানির শিকার হচ্ছি।’
আবু তাহের দাবি করেন, কৃষি খাতে ব্যবহৃত উচ্চ মূল্যের প্রযুক্তি পণ্যগুলোকে যথাযথভাবে মূল্যায়ন না করে আলাদাভাবে যন্ত্রাংশ ধরে শুল্ক আরোপ করার প্রবণতা প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানি কাজে লাগিয়ে সেচ সম্প্রসারণের একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে সেন্টার পিভট ইরিগেশন (সিপিআই) যন্ত্রটির ব্যবহার অপরিহার্য। কিন্তু চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমস কর্মকর্তারা যন্ত্রটিকে পূর্ণাঙ্গ কৃষি সেচ প্রযুক্তি হিসেবে না দেখে বিভিন্ন যন্ত্রাংশ ধরে শুল্ক নির্ধারণ করতে চাচ্ছেন।
১৭ জুন যন্ত্রটি শুল্কায়নের জন্য কাস্টমসে জমা দেওয়া হয়। প্রকৃত হিসাবে এর ওপর শুল্ক নির্ধারিত হওয়ার কথা ১২ লাখ ৫ হাজার ৪৬৯ টাকা। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ এটিকে বাণিজ্যিক উপকরণ হিসেবে চিহ্নিত করে জরিমানা, অতিরিক্ত শুল্কসহ মোট ৪২ লাখ টাকা দাবি করেছে।
এ বিষয়ে আবু তাহের বলেন, ‘কাস্টমসে আটকে থাকায় প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছি। আর যদি এই জটিলতা না কাটে, তাহলে পুরো প্রকল্প হুমকির মুখে পড়বে।’ তিনি সরকারের কাছে কৃষি যন্ত্রপাতি আমদানির নিয়ম সহজীকরণ এবং কাস্টমস কর্মকর্তাদের কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেরপা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপব্যবস্থাপক রুহুল আমিন এবং প্রকল্প ইনচার্জ মাহফুজুর রহমান।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে