নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। পাশাপাশি দাম কমেছে লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে মূল্যসূচক কিছুটা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সিএসইতেও মূল্যসূচক কিছুটা বাড়ার পাশপাশি লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে ১৯৫টির, বেড়েছে ১৩১টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর ডিএসইতে আর হাজার কোটি টাকার কম লেনদেন হয়নি।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৬৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।
আর ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফর্মা, আইএফআইসি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনকৃত ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ৯৫টির এবং ৩২ টির দাম অপরিবর্তিত ছিল।
দেশের পুঁজিবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। পাশাপাশি দাম কমেছে লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে মূল্যসূচক কিছুটা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সিএসইতেও মূল্যসূচক কিছুটা বাড়ার পাশপাশি লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে ১৯৫টির, বেড়েছে ১৩১টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর ডিএসইতে আর হাজার কোটি টাকার কম লেনদেন হয়নি।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৬৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।
আর ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফর্মা, আইএফআইসি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনকৃত ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৪৭ টির, বেড়েছে ৯৫টির এবং ৩২ টির দাম অপরিবর্তিত ছিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫