নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বাজারে আসছে পরিবেশবান্ধব আধুনিক টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা ‘বাঘ’। আগামী ঈদুল ফিতরের আগেই এগুলো বাজারে আসবে বলে জানিয়েছেন প্রস্তুতকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট কাজী জাসিমুল ইসলাম বাপ্পি।
বাঘ টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মডেল ও সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে আধুনিক আরামদায়ক ও পরিবেশবান্ধব যানবাহন জানিয়ে জাসিমুল ইসলাম বলেন, ‘নতুন এই গাড়ির প্রধান বিশেষত্ব হলো আইওটি ডিভাইসের সাহায্যে যেকোনো সময় যেকোনো স্থান থেকে (এটি) ট্র্যাক করা যায়। গাড়িটির বিমা করা রয়েছে। ফলে দুর্ঘটনায় আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আগামী ঈদের আগাই বাঘ-এর গাড়িগুলো দেশের রাস্তায় চলাচল করবে।’
বাঘের গাড়িগুলোর পরিবেশগত ও কারিগরি দিক তুলে ধরে জাসিমুল ইসলাম বলেন, ‘গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি এবং সোলারের সমন্বয়ে চলবে। লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারির তুলনায় ৩০ শতাংশ ভালো কাজ করে। এগুলো অ্যাসিড ব্যাটারির ওজনের এক-তৃতীয়াংশ। অ্যাসিড ব্যাটারির চেয়ে কমপক্ষে তিন ঘণ্টা দ্রুত চার্জ হয়। এই ব্যাটারিতে সিসা অ্যাসিড না থাকায় দূষণ ঘটবে না। সহজে চার্জিং ব্যবস্থা সহনীয় করতে দেশের বিভিন্ন স্থানে রয়েল চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে অ্যাসিড ব্যাটারি উৎপাদনের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে বলে জানিয়েছে। বিষয়টি উল্লেখ করে বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে রয়্যাল বেঙ্গল ব্যাটারি লিমিটেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি তৈরির উদ্যোগ নেয়। তাইওয়ানের প্রযুক্তি ব্যবহার করে সোলার এবং লিথিয়াম ব্যাটারি একত্রে সংযুক্ত করে দুটি পরিবেশবান্ধব গাড়ি উদ্ভাবন করা হয়। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই পরিবেশবান্ধব গাড়ির ধারণা হলো বাঘ।’
বাঘ ইকো মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর মাহমুদ মো. এনামুল হক, বাঘ ইকো মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহানসহ প্রমুখ।
বাংলাদেশের বাজারে আসছে পরিবেশবান্ধব আধুনিক টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা ‘বাঘ’। আগামী ঈদুল ফিতরের আগেই এগুলো বাজারে আসবে বলে জানিয়েছেন প্রস্তুতকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট কাজী জাসিমুল ইসলাম বাপ্পি।
বাঘ টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মডেল ও সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে আধুনিক আরামদায়ক ও পরিবেশবান্ধব যানবাহন জানিয়ে জাসিমুল ইসলাম বলেন, ‘নতুন এই গাড়ির প্রধান বিশেষত্ব হলো আইওটি ডিভাইসের সাহায্যে যেকোনো সময় যেকোনো স্থান থেকে (এটি) ট্র্যাক করা যায়। গাড়িটির বিমা করা রয়েছে। ফলে দুর্ঘটনায় আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আগামী ঈদের আগাই বাঘ-এর গাড়িগুলো দেশের রাস্তায় চলাচল করবে।’
বাঘের গাড়িগুলোর পরিবেশগত ও কারিগরি দিক তুলে ধরে জাসিমুল ইসলাম বলেন, ‘গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি এবং সোলারের সমন্বয়ে চলবে। লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারির তুলনায় ৩০ শতাংশ ভালো কাজ করে। এগুলো অ্যাসিড ব্যাটারির ওজনের এক-তৃতীয়াংশ। অ্যাসিড ব্যাটারির চেয়ে কমপক্ষে তিন ঘণ্টা দ্রুত চার্জ হয়। এই ব্যাটারিতে সিসা অ্যাসিড না থাকায় দূষণ ঘটবে না। সহজে চার্জিং ব্যবস্থা সহনীয় করতে দেশের বিভিন্ন স্থানে রয়েল চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে অ্যাসিড ব্যাটারি উৎপাদনের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে বলে জানিয়েছে। বিষয়টি উল্লেখ করে বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে রয়্যাল বেঙ্গল ব্যাটারি লিমিটেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি তৈরির উদ্যোগ নেয়। তাইওয়ানের প্রযুক্তি ব্যবহার করে সোলার এবং লিথিয়াম ব্যাটারি একত্রে সংযুক্ত করে দুটি পরিবেশবান্ধব গাড়ি উদ্ভাবন করা হয়। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই পরিবেশবান্ধব গাড়ির ধারণা হলো বাঘ।’
বাঘ ইকো মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর মাহমুদ মো. এনামুল হক, বাঘ ইকো মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহানসহ প্রমুখ।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে