Ajker Patrika

‘বিএসএমএমইউতে ব্যাংক, ঢামেকের আইসিইউতে শেয়ারবাজার’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২১, ১৬: ১০
‘বিএসএমএমইউতে ব্যাংক, ঢামেকের আইসিইউতে শেয়ারবাজার’

ঢাকা: বাংলাদেশের সব ব্যাংক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি এবং বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।

হারুনুর রশিদ বলেছেন, ব্যাংকগুলো সাংঘাতিকভাবে লোকদের দ্বারা আক্রান্ত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে। ঋণগ্রহীতারা ঋণ ফেরত দিচ্ছেন না। তাঁরা ঋণখেলাপি হচ্ছেন না। তাঁরা দেদার আনন্দ–ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছেন। এ কারণে সব ব্যাংক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি এবং বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে। আর অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ নিঃসন্দেহে একটি ভয়াবহ দুর্যোগকবলিত দেশে পরিণত হয়েছে। আইলায় আক্রান্ত উপকূলীয় মানুষ যে রকম বিপর্যস্ত, সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো এ রকমই।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তিনি বলেন, একটি রাষ্ট্রের আর্থিক কাঠামোর দিকে দৃষ্টি দিতে গেলে সেখানকার আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান কী, সেটা বিবেচনার বিষয়। বাংলাদেশের শেয়ারবাজার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। সেখানে চোখ একটু খুলছে, আবার বন্ধ করছে। চোখ খুলে যখন দেখে দরবেশবাহিনী চারদিকে ঘিরে রয়েছে, তখন আবার বন্ধ করে ফেলে।

সংসদে সরকারি দলের এমপিরা বাস্তব আলোচনা করেন না অভিযোগ করে তিনি বলেন, এখন রাষ্ট্র পরিচালনার কোনো দলিল নাই। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমরা কি আর সেই জায়গায় আছি? সংবিধানের সভা-সমাবেশের কথা বলা হয়েছে। সেগুলোর কি কোনো অস্তিত্ব আছে? আজকে ভিন্নমত প্রকাশের কোনো স্বাধীনতা আছে? ভিন্নমত প্রকাশ করতে পারছে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত