অনলাইন ডেস্ক
টেকসই শিল্পের উন্নয়নে বাংলাদেশের প্রথম জলবায়ু-স্মার্ট ইস্পাত কারখানা স্থাপনের জন্য মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডকে (এমআরএসএল) ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংকের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপন করা হলে এমআরএসএল বছরে ১৫ লাখ টন ইস্পাত উৎপাদন করবে, যা দেশের চাহিদার ২০ শতাংশ।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএফসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরএসএল মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে এ উদ্যোগ নিয়েছে আইএফসি। সহযোগী হিসেবে ১০ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা দেবে প্রতিষ্ঠানটি। ঋণ কিংবা আর্থিক সহায়তা হিসেবে নয়, অংশীদার হিসেবে এই অর্থ মেঘনা গ্রুপকে দেবে আইএফসি। এ প্রকল্পের মাধ্যমে একদিকে প্রথাগত ইস্পাত উৎপাদনের তুলনায় কার্বন নিঃসরণ কমাবে। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘এ প্রকল্পে আইএফসির সঙ্গে অংশীদারত্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। কারণ, এটি ভবিষ্যতে বাংলাদেশের ইস্পাতশিল্পকে ঢেলে সাজাবে। এই বিনিয়োগ যে শুধু উচ্চমানের জলবায়ু-স্মার্ট ইস্পাত তৈরিতে সক্ষমতা বাড়াবে তা নয়, বরং এটি একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জনের মাইলফলক হয়ে থাকবে।’
বাংলাদেশ, ভুটান ও নেপালে আইএফসির দেশজ ব্যবস্থাপক মার্টিন হলটম্যান বলেন, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে যে অবকাঠামো প্রয়োজন, তার জন্য দেশের ইস্পাতশিল্প গুরুত্বপূর্ণ। শুধু জলবায়ু-স্মার্ট উৎপাদন ব্যবস্থার জন্য নয়, বরং কর্মসংস্থান ও শিল্পায়নেও প্রকল্পটি বড় পদক্ষেপ। বাংলাদেশের শিল্পের রূপান্তরে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি।’
টেকসই শিল্পের উন্নয়নে বাংলাদেশের প্রথম জলবায়ু-স্মার্ট ইস্পাত কারখানা স্থাপনের জন্য মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডকে (এমআরএসএল) ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংকের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপন করা হলে এমআরএসএল বছরে ১৫ লাখ টন ইস্পাত উৎপাদন করবে, যা দেশের চাহিদার ২০ শতাংশ।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএফসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরএসএল মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে এ উদ্যোগ নিয়েছে আইএফসি। সহযোগী হিসেবে ১০ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা দেবে প্রতিষ্ঠানটি। ঋণ কিংবা আর্থিক সহায়তা হিসেবে নয়, অংশীদার হিসেবে এই অর্থ মেঘনা গ্রুপকে দেবে আইএফসি। এ প্রকল্পের মাধ্যমে একদিকে প্রথাগত ইস্পাত উৎপাদনের তুলনায় কার্বন নিঃসরণ কমাবে। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘এ প্রকল্পে আইএফসির সঙ্গে অংশীদারত্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। কারণ, এটি ভবিষ্যতে বাংলাদেশের ইস্পাতশিল্পকে ঢেলে সাজাবে। এই বিনিয়োগ যে শুধু উচ্চমানের জলবায়ু-স্মার্ট ইস্পাত তৈরিতে সক্ষমতা বাড়াবে তা নয়, বরং এটি একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জনের মাইলফলক হয়ে থাকবে।’
বাংলাদেশ, ভুটান ও নেপালে আইএফসির দেশজ ব্যবস্থাপক মার্টিন হলটম্যান বলেন, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে যে অবকাঠামো প্রয়োজন, তার জন্য দেশের ইস্পাতশিল্প গুরুত্বপূর্ণ। শুধু জলবায়ু-স্মার্ট উৎপাদন ব্যবস্থার জন্য নয়, বরং কর্মসংস্থান ও শিল্পায়নেও প্রকল্পটি বড় পদক্ষেপ। বাংলাদেশের শিল্পের রূপান্তরে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে