বিশেষ প্রতিনিধি, ঢাকা
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
পরিদর্শনকালে চেয়ারম্যান কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফল অপারেশনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, ‘সিলেট থেকে কার্গো অপারেশন চালু হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং পণ্য রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
পরিদর্শনের দ্বিতীয় অংশে বেবিচক চেয়ারম্যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন। তিনি নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এপ্রোন, প্রশাসনিক ভবন এবং কন্ট্রোল টাওয়ারের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট নেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন), প্রকল্প পরিচালক, বিমানবন্দর পরিচালক, নির্মাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের (বিইউসিজি) প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে বেবিচক চেয়ারম্যান প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে সিলেট অঞ্চলের যাত্রীসেবা আরও আধুনিক ও আন্তর্জাতিকমানের হবে। এটি দেশের বিমান চলাচল ব্যবস্থার জন্য একটি মাইলফলক হবে।’
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
পরিদর্শনকালে চেয়ারম্যান কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফল অপারেশনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, ‘সিলেট থেকে কার্গো অপারেশন চালু হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং পণ্য রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
পরিদর্শনের দ্বিতীয় অংশে বেবিচক চেয়ারম্যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন। তিনি নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এপ্রোন, প্রশাসনিক ভবন এবং কন্ট্রোল টাওয়ারের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট নেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন), প্রকল্প পরিচালক, বিমানবন্দর পরিচালক, নির্মাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের (বিইউসিজি) প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে বেবিচক চেয়ারম্যান প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে সিলেট অঞ্চলের যাত্রীসেবা আরও আধুনিক ও আন্তর্জাতিকমানের হবে। এটি দেশের বিমান চলাচল ব্যবস্থার জন্য একটি মাইলফলক হবে।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে