বগুড়া প্রতিনিধি
দীর্ঘ ৪৩ বছর ধরে ফাঁকা পড়ে থাকা ভারী শিল্পকারখানার অধিগ্রহণ করা ১৫ একর জমিতে অবশেষে স্টিল মিল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এই জায়গায় ‘ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড’ নামে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে বগুড়ায় এটিই হবে প্রথম স্টিল মিল।
বগুড়ায় উত্তরাঞ্চলের মধ্যে প্রথম স্টিল মিল স্থাপনের লক্ষ্যে এর আগে পরিচালিত সমীক্ষা রিপোর্ট নিয়ে বুধবার সকালে জনমত যাচাই এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএসইসির পরিচালক (অর্থ) বদরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন।
মতবিনিময় সভা শেষে বদরুন নাহার বলেন, এখানে শিল্পকারখানা স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে। এ জন্য সমীক্ষা রিপোর্ট প্রণয়ন করা হয়। সেখানে ইতিবাচক মত পাওয়ায় পরিবেশ ছাড়পত্রের জন্য মন্ত্রণালয়ে বলা হয়। বগুড়ায় যে স্টিল মিল স্থাপন করা হবে, তা অবশ্যই পরিবেশবান্ধব হবে। পরিবেশের ওপর যেসব ক্ষতিকর প্রভাব পড়তে পারে; বিশেষ করে শব্দদূষণ, বায়ুদূষণ ও পানিদূষণ হওয়ার যে আশঙ্কা, সেগুলো নিয়ে স্টাডি করা হয়েছে। সেসব এড়িয়ে কীভাবে কাজ করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সারপত্র পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ১ হাজার ৮০০ কোটি টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, ষাটের দশকে বগুড়া শহরের ফুলবাড়ীতে ১৪ দশমিক ৫ একর জায়গা নিয়ে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। বিসিকের ৭৯টি প্লটের সব কটি দ্রুতই বরাদ্দ হয়ে যায়। ১৯৮০ সালে বিসিক শিল্পনগরী সম্প্রসারণের জন্য নতুন করে ১৮ দশমিক ৬৭ একর জমি অধিগ্রহণ করা হয়।
দীর্ঘ ৪৩ বছর ধরে ফাঁকা পড়ে থাকা ভারী শিল্পকারখানার অধিগ্রহণ করা ১৫ একর জমিতে অবশেষে স্টিল মিল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এই জায়গায় ‘ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড’ নামে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে বগুড়ায় এটিই হবে প্রথম স্টিল মিল।
বগুড়ায় উত্তরাঞ্চলের মধ্যে প্রথম স্টিল মিল স্থাপনের লক্ষ্যে এর আগে পরিচালিত সমীক্ষা রিপোর্ট নিয়ে বুধবার সকালে জনমত যাচাই এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএসইসির পরিচালক (অর্থ) বদরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন।
মতবিনিময় সভা শেষে বদরুন নাহার বলেন, এখানে শিল্পকারখানা স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে। এ জন্য সমীক্ষা রিপোর্ট প্রণয়ন করা হয়। সেখানে ইতিবাচক মত পাওয়ায় পরিবেশ ছাড়পত্রের জন্য মন্ত্রণালয়ে বলা হয়। বগুড়ায় যে স্টিল মিল স্থাপন করা হবে, তা অবশ্যই পরিবেশবান্ধব হবে। পরিবেশের ওপর যেসব ক্ষতিকর প্রভাব পড়তে পারে; বিশেষ করে শব্দদূষণ, বায়ুদূষণ ও পানিদূষণ হওয়ার যে আশঙ্কা, সেগুলো নিয়ে স্টাডি করা হয়েছে। সেসব এড়িয়ে কীভাবে কাজ করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সারপত্র পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ১ হাজার ৮০০ কোটি টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, ষাটের দশকে বগুড়া শহরের ফুলবাড়ীতে ১৪ দশমিক ৫ একর জায়গা নিয়ে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। বিসিকের ৭৯টি প্লটের সব কটি দ্রুতই বরাদ্দ হয়ে যায়। ১৯৮০ সালে বিসিক শিল্পনগরী সম্প্রসারণের জন্য নতুন করে ১৮ দশমিক ৬৭ একর জমি অধিগ্রহণ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে