দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের অর্থ ছাড় করার ঘোষণা দিয়েছে সিউল। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরান এই অর্থ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব আরোপিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা খাতে ব্যয় করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ রেজা ফারজিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ায় ইরানের প্রায় ৬০০ কোটি ডলার জব্দ করা হয়েছিল।
এর মাত্র এক দিন আগে ওয়াশিংটন জানায়, ইরান অবমুক্ত হওয়া অর্থ কেবল নিষেধাজ্ঞার আওতামুক্ত খাতে ব্যয় করতে পারবে। ইরানের কারাগার থেকে পাঁচ মার্কিনিকে মুক্তি দেওয়ার বিপরীতে এই অর্থ ছাড় করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ বিষয়ে বলেন, ইরান এই অর্থ কেবল খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রীতে ব্যয় করবে। তবে এসব সামগ্রী কোনোভাবেই সামরিক খাতে ব্যবহার করা যাবে না।
ইরান সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ ছাড় করার পরই কেবল পাঁচ মার্কিনিকে মুক্তি দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক পোস্টে মোহাম্মদ রেজা ফারজিন লিখেছেন, কাতারে অবস্থিত ইরানের ছয়টি ব্যাংকে এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। তিনি লেখেন, ‘বৈদেশিক লেনদেনের কূটনৈতিক বিভাগকে সফল কূটনীতির মাধ্যমে জব্দ করা অর্থ অবমুক্ত করার জন্য অভিনন্দন।’
দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের অর্থ ছাড় করার ঘোষণা দিয়েছে সিউল। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরান এই অর্থ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব আরোপিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা খাতে ব্যয় করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ রেজা ফারজিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ায় ইরানের প্রায় ৬০০ কোটি ডলার জব্দ করা হয়েছিল।
এর মাত্র এক দিন আগে ওয়াশিংটন জানায়, ইরান অবমুক্ত হওয়া অর্থ কেবল নিষেধাজ্ঞার আওতামুক্ত খাতে ব্যয় করতে পারবে। ইরানের কারাগার থেকে পাঁচ মার্কিনিকে মুক্তি দেওয়ার বিপরীতে এই অর্থ ছাড় করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ বিষয়ে বলেন, ইরান এই অর্থ কেবল খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রীতে ব্যয় করবে। তবে এসব সামগ্রী কোনোভাবেই সামরিক খাতে ব্যবহার করা যাবে না।
ইরান সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ ছাড় করার পরই কেবল পাঁচ মার্কিনিকে মুক্তি দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক পোস্টে মোহাম্মদ রেজা ফারজিন লিখেছেন, কাতারে অবস্থিত ইরানের ছয়টি ব্যাংকে এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। তিনি লেখেন, ‘বৈদেশিক লেনদেনের কূটনৈতিক বিভাগকে সফল কূটনীতির মাধ্যমে জব্দ করা অর্থ অবমুক্ত করার জন্য অভিনন্দন।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫