নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশই বড় ঘাটতির বাজেট দিচ্ছে। বহু দেশের অর্থনীতির লন্ডভন্ড অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকখানি ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেছেন, করোনার ভয়াবহ ছোবলে সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে যখন পরিস্থিতি এমন করুণ, সে অবস্থায়ও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনার কারণে ঘাটতি বাজেট প্রণয়নের পথ বেছে নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এ বছর বাজেট ঘাটতি নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। অথচ সারা বিশ্বে অর্থনীতিতে ঘাটতি বাজেটের গড় হার ৪১ দশমিক ০৫ শতাংশ।
করোনার মোকাবিলা করে মানুষ আবার ঘুরে দাঁড়াবে—প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘মানবতার জয় হোক। আমরা যেতে চাই বহুদূর।’ তিনি বলেন, করোনার কারণে বিশ্বের অর্থনীতির চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে বিভিন্ন দেশ। এমনকি পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে।
বাজেট আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের এই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
ঢাকা: মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশই বড় ঘাটতির বাজেট দিচ্ছে। বহু দেশের অর্থনীতির লন্ডভন্ড অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকখানি ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেছেন, করোনার ভয়াবহ ছোবলে সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে যখন পরিস্থিতি এমন করুণ, সে অবস্থায়ও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনার কারণে ঘাটতি বাজেট প্রণয়নের পথ বেছে নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এ বছর বাজেট ঘাটতি নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ। অথচ সারা বিশ্বে অর্থনীতিতে ঘাটতি বাজেটের গড় হার ৪১ দশমিক ০৫ শতাংশ।
করোনার মোকাবিলা করে মানুষ আবার ঘুরে দাঁড়াবে—প্রত্যাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘মানবতার জয় হোক। আমরা যেতে চাই বহুদূর।’ তিনি বলেন, করোনার কারণে বিশ্বের অর্থনীতির চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে বিভিন্ন দেশ। এমনকি পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে।
বাজেট আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের এই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে