রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞারোপের পর তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ২০০৮ সালের পর এবারই প্রথম তেলের দাম এতটা উচ্চস্তরে পৌঁছাল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠে গেছে, যা ছিল এর আগে ১৩০ ডলার।
এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ওয়েল ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে আজ সোমবার এশিয়ার পুঁজিবাজারে দরপতন হয়েছে।
ইনডিপেনডেন্ট আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্রিটেনে ১ লিটার পেট্রলের গড় দাম ১ দশমিক ৫৩ পাউন্ডে পৌঁছেছে, যা আগে ছিল ১ দশমিক ৫২ পাউন্ডে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে বৈশ্বিক জ্বালানি বাজার ধাক্কা খেয়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের খরচ বেড়ে গেছে বহুগুণ।
এর আগে মার্কিন গণমাধ্যম এনবিসির এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, আমরা এখন আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমাদের দেশে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে খুব সক্রিয় আলোচনা করছি। একই সঙ্গে আমরা এটাও আলোচনা করছি যে বিশ্বব্যাপী তেলের সরবরাহ কীভাবে বজায় রাখা যায়।
রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞারোপের পর তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ২০০৮ সালের পর এবারই প্রথম তেলের দাম এতটা উচ্চস্তরে পৌঁছাল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠে গেছে, যা ছিল এর আগে ১৩০ ডলার।
এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ওয়েল ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে আজ সোমবার এশিয়ার পুঁজিবাজারে দরপতন হয়েছে।
ইনডিপেনডেন্ট আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্রিটেনে ১ লিটার পেট্রলের গড় দাম ১ দশমিক ৫৩ পাউন্ডে পৌঁছেছে, যা আগে ছিল ১ দশমিক ৫২ পাউন্ডে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে বৈশ্বিক জ্বালানি বাজার ধাক্কা খেয়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের খরচ বেড়ে গেছে বহুগুণ।
এর আগে মার্কিন গণমাধ্যম এনবিসির এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, আমরা এখন আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমাদের দেশে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে খুব সক্রিয় আলোচনা করছি। একই সঙ্গে আমরা এটাও আলোচনা করছি যে বিশ্বব্যাপী তেলের সরবরাহ কীভাবে বজায় রাখা যায়।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫