অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১৪টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সেই দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশও। ট্রাম্প বাংলাদেশের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায় বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি দল ওয়াশিংটনে আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য। উভয় পক্ষের জন্যই একটি লাভজনক চুক্তির লক্ষ্যে কাজ করছে এই প্রতিনিধিদল।
প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই দলের সদস্য।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ট্রাম্পের শুল্কসংক্রন্ত চিঠির বিষয়ে শফিকুল আলম বলেন, ‘গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি এসেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।’
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়ে প্রেস সচিব তাঁর পোস্টে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদল এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে। আগামী ৯ জুলাই অর্থাৎ, বুধবার আরও এক দফার বৈঠক হবে। শেখ বশিরউদ্দিন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। উভয় দেশের জন্য লাভজনক হবে—ওয়াশিংটনের সঙ্গে এমন একটি শুল্কচুক্তির অপেক্ষায় আছে ঢাকা।’
এদিকে, ট্রাম্প দেশটিতে রপ্তানি করা সব দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ স্থগিত করেছেন। তবে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন; যেখানে তিনি উল্লেখ করেছেন, তাদের কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। পাশাপাশি এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে তা এখনই কার্যকর হচ্ছে না।
জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়াও সোমবার ট্রাম্প মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের ওপর ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আগামী দিনে আরও চিঠি পাঠানো হতে পারে। ৯ জুলাইয়ের পরিবর্তে ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের হুমকির কার্যকারিতা কমিয়ে দেবে—এই ধারণা তিনি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘বিশ্বনেতারা সব সময় প্রেসিডেন্টকে ফোন করছেন, অনুরোধ করছেন চুক্তিতে পৌঁছাতে।’
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘আমরা সামনে কয়েকটা ব্যস্ত দিন দেখতে পাচ্ছি।’ তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেন, ‘গত রাতে আমার মেইলবক্স ভর্তি ছিল। অনেক নতুন প্রস্তাব, অনেক নতুন চুক্তির প্রস্তাব এসেছে।’
আরও খবর পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১৪টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সেই দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশও। ট্রাম্প বাংলাদেশের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায় বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি দল ওয়াশিংটনে আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য। উভয় পক্ষের জন্যই একটি লাভজনক চুক্তির লক্ষ্যে কাজ করছে এই প্রতিনিধিদল।
প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই দলের সদস্য।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ট্রাম্পের শুল্কসংক্রন্ত চিঠির বিষয়ে শফিকুল আলম বলেন, ‘গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি এসেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।’
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়ে প্রেস সচিব তাঁর পোস্টে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদল এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে। আগামী ৯ জুলাই অর্থাৎ, বুধবার আরও এক দফার বৈঠক হবে। শেখ বশিরউদ্দিন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। উভয় দেশের জন্য লাভজনক হবে—ওয়াশিংটনের সঙ্গে এমন একটি শুল্কচুক্তির অপেক্ষায় আছে ঢাকা।’
এদিকে, ট্রাম্প দেশটিতে রপ্তানি করা সব দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ স্থগিত করেছেন। তবে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন; যেখানে তিনি উল্লেখ করেছেন, তাদের কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। পাশাপাশি এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে তা এখনই কার্যকর হচ্ছে না।
জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়াও সোমবার ট্রাম্প মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের ওপর ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আগামী দিনে আরও চিঠি পাঠানো হতে পারে। ৯ জুলাইয়ের পরিবর্তে ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের হুমকির কার্যকারিতা কমিয়ে দেবে—এই ধারণা তিনি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘বিশ্বনেতারা সব সময় প্রেসিডেন্টকে ফোন করছেন, অনুরোধ করছেন চুক্তিতে পৌঁছাতে।’
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘আমরা সামনে কয়েকটা ব্যস্ত দিন দেখতে পাচ্ছি।’ তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেন, ‘গত রাতে আমার মেইলবক্স ভর্তি ছিল। অনেক নতুন প্রস্তাব, অনেক নতুন চুক্তির প্রস্তাব এসেছে।’
আরও খবর পড়ুন:
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে