নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানান অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। তবে বাজেট ঘোষণার প্রাক্কালে কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আজ বাজেট ঘোষণার জন্য বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ মন্তব্য করেন। তিনি জানান, বাজেটে দরিদ্র জনগণের জন্য সহায়ক কর্মসূচির কথা বলা হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার।
অর্থমন্ত্রী বলেন, আসছে বাজেটে অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে। বাজেট ঘোষণার অল্প কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী বলেন, ‘এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।’
অর্থমন্ত্রী অল্প কিছুক্ষণ পরই একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে দেশের ৫২তম বাজেট পেশ করবেন। নানান চ্যালেঞ্জের মধ্যেও ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
নানান অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। তবে বাজেট ঘোষণার প্রাক্কালে কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আজ বাজেট ঘোষণার জন্য বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ মন্তব্য করেন। তিনি জানান, বাজেটে দরিদ্র জনগণের জন্য সহায়ক কর্মসূচির কথা বলা হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার।
অর্থমন্ত্রী বলেন, আসছে বাজেটে অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে। বাজেট ঘোষণার অল্প কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী বলেন, ‘এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।’
অর্থমন্ত্রী অল্প কিছুক্ষণ পরই একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে দেশের ৫২তম বাজেট পেশ করবেন। নানান চ্যালেঞ্জের মধ্যেও ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে