Ajker Patrika

আগস্টেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

আগস্ট মাসে জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১২২ টাকা এবং পেট্রল প্রতি লিটার ১১৮ টাকায় বিক্রি হবে। আগামীকাল শুক্রবার (১ আগস্ট) থেকে এ দাম কার্যকর হবে।

গত ১ জুন থেকে জ্বালানি তেলের সর্বশেষ দাম নির্ধারণ করা হয়। এ নিয়ে টানা তিন মাস ধরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত মে মাসে প্রতি লিটার ডিজেল দাম ছিল ১০৪ টাকা পেট্রল ১২১ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা এবং কেরোসিনের দাম ছিল ১১৪ টাকা। জুনে দাম কিছুটা কমানো হয়। তবে জুন-জুলাই ও আগষ্টে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত