নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি ২০২১-২২ অর্থবছরে নতুন চারটি পণ্য রপ্তানিতে ৪ শতাংশ নগদ অর্থ সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো—দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এ নির্দেশনা কার্যকর হলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রপ্তানি নগদ সহায়তা পাবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ রপ্তানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এসব নির্দেশনা জারির ফলে বিশেষায়িত অঞ্চলসহ রপ্তানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়াল ৪৩ টি। জারি করা নির্দেশনাগুলোতে এসব ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের বেশি হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসব প্রণোদনা নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।
অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
আর সব ক্ষেত্রে রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী রপ্তানি প্রণোদনা দেওয়া হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়।
এ ছাড়া রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি বা ডকুমেন্টারি সংগ্রহের মাধ্যমে প্রত্যাবসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
চলতি ২০২১-২২ অর্থবছরে নতুন চারটি পণ্য রপ্তানিতে ৪ শতাংশ নগদ অর্থ সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো—দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এ নির্দেশনা কার্যকর হলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রপ্তানি নগদ সহায়তা পাবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ রপ্তানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এসব নির্দেশনা জারির ফলে বিশেষায়িত অঞ্চলসহ রপ্তানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়াল ৪৩ টি। জারি করা নির্দেশনাগুলোতে এসব ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের বেশি হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসব প্রণোদনা নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।
অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
আর সব ক্ষেত্রে রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী রপ্তানি প্রণোদনা দেওয়া হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়।
এ ছাড়া রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি বা ডকুমেন্টারি সংগ্রহের মাধ্যমে প্রত্যাবসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে