Ajker Patrika

কার্টনবন্দি করে চিঠির জবাব পাঠিয়েছে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্টনবন্দি করে চিঠির জবাব পাঠিয়েছে ইভ্যালি

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) 'কারণ দর্শাও' নোটিশের জবাব দিয়েছে ইভ্যালি। আজ সোমবার ইভ্যালির এই জবাব ই-ক্যাব কার্যালয়ে পৌঁছেছে। তবে সেটা এখনো খুলে দেখা হয়নি বলে ই-ক্যাব সূত্রে জানা গেছে।

ই-ক্যাবের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ইভ্যালি যে জবাব পাঠিয়েছে সেটা কয়েক হাজার পৃষ্ঠার। কারণ বড়সড় একটা কার্টনে করে এটা পাঠানো হয়েছে।

ইভ্যালির চিঠি প্রসঙ্গে ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন বলেন, আমরা এখন হোম অফিসে। এজন্য ইভ্যালির চিঠি খুলে দেখা হয়নি। কারণ দর্শাও নোটিশের জবাবে তাঁরা কী লিখেছে এবং এ বিষয়ে ই-ক্যাবের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা ঠিক করবে ইসি কমিটি।

মাসে দুবার এই কমিটির বৈঠক হয়। এই কমিটির পরবর্তী মিটিংয়ে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

গত ১৪ জুলাই ইভ্যালিকে 'কারণ দর্শাও' নোটিশ পাঠিয়েছিল ই-ক্যাব। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভিন্ন ক্রেতা ও মার্চেন্টদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেও 'সদস্যপদ কেন স্থগিত করা হবে না' তার জবাব চাওয়া হয়েছিল ওই নোটিশে। এজন্য ইভ্যালিকে সাত কর্মদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

বিষয়:

ইভ্যালি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত