Ajker Patrika

বন্ধ থাকবে বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
বন্ধ থাকবে বীমা কোম্পানি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার বুধবার থেকে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এসময়ে বীমা কোম্পানির অফিস বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বীমা কোম্পানির অফিস বন্ধ রাখতে। আমরা সে নির্দেশ অনুসারে ২১ তারিখ পর্যন্ত সকল বীমা অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

দেশে বর্তমানে লাইফ ও নন-লাইফসহ মোট ৭৮টি বীমা কোম্পানি রয়েছে। বীমা কোম্পানিগুলোতে পরোক্ষ-প্রত্যক্ষভাবে ২ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধ চলাকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত