নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা ভোজ্যতেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়িয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ছাড়া মসুর ডালে বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা এবং চিনিতে কেজিপ্রতি ১৫ টাকা। স্বল্পমূল্যে বিক্রি করা এসব পণ্য আজ (বৃহস্পতিবার) থেকেই বাড়তি দামে কিনতে হবে সাধারণ ক্রেতাদের।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম আগের মতোই থাকবে। তবে সরকারের ভর্তুকি কমাতে ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি করা পণ্যের দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, যেহেতু ট্রাক থেকে মাধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতাই পণ্য কেনেন, তাই শুধু ট্রাকের পণ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মানুষের খুব বেশি কষ্ট হবে না বলেই মনে করছে সরকার।
আগে ফ্যামিলি কার্ডের পণ্যগুলোই ট্রাকে বিক্রি করা হতো। তাই একই দাম ছিল।
ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম আগের মতোই থাকবে। হুমায়ূন কবির, মুখপাত্র, টিসিবি
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, আসছে ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করা হবে। সারা দেশে মোট ৬৯০টি ট্রাকে করে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এ ক্ষেত্রে প্রতি লিটার ভোজ্যতেলের নতুন মূল্য হবে ১৩৫ টাকা, যা আগে ১০০ টাকা ছিল। মসুর ডাল ৮০ টাকা, যা আগে ৬০। চিনি ৮৫, যা আগে ছিল ৭০ টাকা। টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন রাজধানীতে ৫০টি, চট্টগ্রাম শহরে ২০টি, বাকি ছয়টি বিভাগে প্রতিটিতে ১০টি করে ভ্রাম্যমাণ ট্রাক এসব পণ্য বিক্রি করবে। এ ছাড়া বাকি ৫৬টি জেলা শহরের প্রতিটিতে ১০টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। শুক্র, শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতেও পণ্য বিক্রি করা হবে। এর আগে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করেও ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল।
ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা ভোজ্যতেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়িয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ছাড়া মসুর ডালে বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা এবং চিনিতে কেজিপ্রতি ১৫ টাকা। স্বল্পমূল্যে বিক্রি করা এসব পণ্য আজ (বৃহস্পতিবার) থেকেই বাড়তি দামে কিনতে হবে সাধারণ ক্রেতাদের।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম আগের মতোই থাকবে। তবে সরকারের ভর্তুকি কমাতে ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি করা পণ্যের দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, যেহেতু ট্রাক থেকে মাধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতাই পণ্য কেনেন, তাই শুধু ট্রাকের পণ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মানুষের খুব বেশি কষ্ট হবে না বলেই মনে করছে সরকার।
আগে ফ্যামিলি কার্ডের পণ্যগুলোই ট্রাকে বিক্রি করা হতো। তাই একই দাম ছিল।
ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম আগের মতোই থাকবে। হুমায়ূন কবির, মুখপাত্র, টিসিবি
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, আসছে ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করা হবে। সারা দেশে মোট ৬৯০টি ট্রাকে করে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এ ক্ষেত্রে প্রতি লিটার ভোজ্যতেলের নতুন মূল্য হবে ১৩৫ টাকা, যা আগে ১০০ টাকা ছিল। মসুর ডাল ৮০ টাকা, যা আগে ৬০। চিনি ৮৫, যা আগে ছিল ৭০ টাকা। টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন রাজধানীতে ৫০টি, চট্টগ্রাম শহরে ২০টি, বাকি ছয়টি বিভাগে প্রতিটিতে ১০টি করে ভ্রাম্যমাণ ট্রাক এসব পণ্য বিক্রি করবে। এ ছাড়া বাকি ৫৬টি জেলা শহরের প্রতিটিতে ১০টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। শুক্র, শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতেও পণ্য বিক্রি করা হবে। এর আগে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করেও ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে