নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। আজ বৃহস্পতিবার বিএসইসিতে সাংবাদিকদের এ কথা জানান রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।’
কমিশনের পদত্যাগ চেয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে এক চুল পরিমাণ নড়ব না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাব।’
কর্মকর্তারা কাজে না ফিরলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে কমিশনার ফারজানা লালারুখ বলেন, ‘তাদের কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হবে। তারপরেও যদি কাজে না আসলে, সেটা তখন দেখা যাবে।’
গতকাল বুধবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিএসইসিতে অবরুদ্ধ করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনীর পাহারায় বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। তাদের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় কর্মীদের পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা।
আজ দুপুরের পরে সেনাবাহিনী পাহারায় অফিসে আসেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহসীন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে বিএসইসির অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সমস্যার সমাধানে সংগঠন দুটি সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। আজ বৃহস্পতিবার বিএসইসিতে সাংবাদিকদের এ কথা জানান রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।’
কমিশনের পদত্যাগ চেয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে এক চুল পরিমাণ নড়ব না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাব।’
কর্মকর্তারা কাজে না ফিরলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে কমিশনার ফারজানা লালারুখ বলেন, ‘তাদের কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হবে। তারপরেও যদি কাজে না আসলে, সেটা তখন দেখা যাবে।’
গতকাল বুধবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিএসইসিতে অবরুদ্ধ করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনীর পাহারায় বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। তাদের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় কর্মীদের পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা।
আজ দুপুরের পরে সেনাবাহিনী পাহারায় অফিসে আসেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহসীন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে বিএসইসির অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সমস্যার সমাধানে সংগঠন দুটি সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২১ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২১ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২১ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২১ দিন আগে