নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসাবান্ধব ও সহজতর শুল্কব্যবস্থা গড়ে তুলতে বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন ও কাস্টমস আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় এ-সংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে ‘কাস্টমস আইন-২০২৩’-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক ফাঁকির সীমা বাড়ানো। আগে শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার নিচে হলে শাস্তিমূলক করারোপ হতো না। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে ক্ষুদ্র আমদানিকারকদের হয়রানি কমবে।
বিলম্বে শুল্ক পরিশোধে সুদের নিয়ম পরিমার্জন করা হচ্ছে। বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে সুদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরোপ করা হবে। ফলে ব্যবসায়ীদের জন্য একক নিয়মে সুদ পরিশোধ সহজ হবে।
আমদানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ বা কার্গো ঘোষণায় ভুল থাকলে এখন জরিমানার হার কিছুটা কমানো হচ্ছে। এতে অসাবধানতাজনিত ভুলের জন্য অতিরিক্ত জরিমানা এড়ানো যাবে।
বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রবর্তন করা হচ্ছে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ ব্যবস্থা। এ ব্যবস্থায় একই বন্ড লাইসেন্সের অধীনে একাধিক প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে কাঁচামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে, কাঁচামাল ব্যবস্থাপনা সহজ হবে এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়বে।
বিশেষজ্ঞেরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ডব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে, শুল্কব্যবস্থার জটিলতা কমবে এবং বৈধ আমদানি-রপ্তানিতে উৎসাহ বাড়বে।
ব্যবসাবান্ধব ও সহজতর শুল্কব্যবস্থা গড়ে তুলতে বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন ও কাস্টমস আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় এ-সংক্রান্ত একাধিক প্রস্তাব তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা জানান, এবারের বাজেটে ‘কাস্টমস আইন-২০২৩’-এ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক ফাঁকির সীমা বাড়ানো। আগে শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার নিচে হলে শাস্তিমূলক করারোপ হতো না। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে ক্ষুদ্র আমদানিকারকদের হয়রানি কমবে।
বিলম্বে শুল্ক পরিশোধে সুদের নিয়ম পরিমার্জন করা হচ্ছে। বিদ্যমান নিয়মের পরিবর্তে এখন থেকে সুদ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আরোপ করা হবে। ফলে ব্যবসায়ীদের জন্য একক নিয়মে সুদ পরিশোধ সহজ হবে।
আমদানি নিয়ন্ত্রণ আইন ভঙ্গ বা কার্গো ঘোষণায় ভুল থাকলে এখন জরিমানার হার কিছুটা কমানো হচ্ছে। এতে অসাবধানতাজনিত ভুলের জন্য অতিরিক্ত জরিমানা এড়ানো যাবে।
বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রবর্তন করা হচ্ছে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ ব্যবস্থা। এ ব্যবস্থায় একই বন্ড লাইসেন্সের অধীনে একাধিক প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে কাঁচামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে, কাঁচামাল ব্যবস্থাপনা সহজ হবে এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়বে।
বিশেষজ্ঞেরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ডব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে, শুল্কব্যবস্থার জটিলতা কমবে এবং বৈধ আমদানি-রপ্তানিতে উৎসাহ বাড়বে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে