নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী নির্বাচনে বিজয়ী হলে এই শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। তাদের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রোববার (৯ মার্চ) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম। তিনি বলেন, ‘আমাদের পরিষদের ব্যবসায়ীরা নিজেদের ক্ষেত্রে স্বনামধন্য। আমরা কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি করি না; বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করি। নির্বাচিত হলে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় তৈরি করব।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করলে আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। এতে আরও ৩৯ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।
মাহফিলে বক্তব্য দেন পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুতুবুদ্দীনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সম্মিলিত পরিষদের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী নির্বাচনে বিজয়ী হলে এই শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। তাদের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রোববার (৯ মার্চ) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম। তিনি বলেন, ‘আমাদের পরিষদের ব্যবসায়ীরা নিজেদের ক্ষেত্রে স্বনামধন্য। আমরা কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি করি না; বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করি। নির্বাচিত হলে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় তৈরি করব।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করলে আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। এতে আরও ৩৯ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।
মাহফিলে বক্তব্য দেন পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুতুবুদ্দীনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সম্মিলিত পরিষদের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে