নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও ইলেকট্রনিকস খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চীনের সাংহাই ও গুয়াংজৌ শহরে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ও বিনিয়োগ প্রচার কার্যক্রমে এই আগ্রহ প্রকাশ পেয়েছে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দুই সংস্থার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ২১ জুলাই সাংহাইয়ে আয়োজিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন এক শরও বেশি চীনা বিনিয়োগকারী। বিডা ও চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি চীনের দুই শহরে ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। আলোচনায় উঠে আসে, বাংলাদেশে নতুন বিনিয়োগ ও বিদ্যমান প্রকল্প সম্প্রসারণের ব্যাপারে তাঁদের উৎসাহ ও আগ্রহ।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণ ও উৎসাহ আমাদের আশাবাদী করেছে। বৈঠকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত সংস্কার, মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সরলীকরণ তুলে ধরেছি। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’
সফরের মাধ্যমে চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগের ফলে অঞ্চলটিতে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
দেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও ইলেকট্রনিকস খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চীনের সাংহাই ও গুয়াংজৌ শহরে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ও বিনিয়োগ প্রচার কার্যক্রমে এই আগ্রহ প্রকাশ পেয়েছে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দুই সংস্থার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ২১ জুলাই সাংহাইয়ে আয়োজিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন এক শরও বেশি চীনা বিনিয়োগকারী। বিডা ও চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি চীনের দুই শহরে ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। আলোচনায় উঠে আসে, বাংলাদেশে নতুন বিনিয়োগ ও বিদ্যমান প্রকল্প সম্প্রসারণের ব্যাপারে তাঁদের উৎসাহ ও আগ্রহ।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণ ও উৎসাহ আমাদের আশাবাদী করেছে। বৈঠকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত সংস্কার, মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সরলীকরণ তুলে ধরেছি। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’
সফরের মাধ্যমে চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগের ফলে অঞ্চলটিতে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৭ দিন আগে