নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাণিজ্যিক ব্যবধান কমাতে বাংলাদেশি উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামার ক্ষেত্রে সময় হ্রাসসহ বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এসব কথা বলেন।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ সফররত ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিয়েতনামের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত।
ভিয়েতনামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮ তম। তবে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪ তম। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। যেখানে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
শিল্প খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি। ভিয়েতনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন তিনি।
]অনুষ্ঠানে ভিয়েতনামের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ ভিয়েতনাম থেকে নির্মাণ উপকরণ পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মসলা আমদানি করতে পারে। তাঁরা বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ ভিয়েতনামে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহসভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক ব্যবধান কমাতে বাংলাদেশি উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামার ক্ষেত্রে সময় হ্রাসসহ বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এসব কথা বলেন।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ সফররত ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিয়েতনামের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত।
ভিয়েতনামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮ তম। তবে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪ তম। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। যেখানে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
শিল্প খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি। ভিয়েতনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন তিনি।
]অনুষ্ঠানে ভিয়েতনামের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ ভিয়েতনাম থেকে নির্মাণ উপকরণ পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মসলা আমদানি করতে পারে। তাঁরা বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ ভিয়েতনামে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহসভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫