নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক আদেশে সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানোর সুনির্দিষ্ট কারণ বলা হয়নি।
মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের দুজনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার।
উভয় আদেশ বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ দাখিল হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে মাহমুদুজ্জামান কর অঞ্চল-৫-সহ বিভিন্ন কর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে ১৭ এপ্রিল জাতীয় এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ওই সময়ও প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যার মধ্যে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তাঁরা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক আদেশে সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানোর সুনির্দিষ্ট কারণ বলা হয়নি।
মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১-এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের দুজনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার।
উভয় আদেশ বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ে প্রমাণসহ অভিযোগ দাখিল হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে মাহমুদুজ্জামান কর অঞ্চল-৫-সহ বিভিন্ন কর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে ১৭ এপ্রিল জাতীয় এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ওই সময়ও প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যার মধ্যে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তাঁরা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫