লেদার টেক-২০২৪
অনলাইন ডেস্ক
লেদার টেক বাংলাদেশ দেশের চামড়া, জুতা ও ভ্রমণসামগ্রী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দশমবারের মতো এই শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ-২০২৪ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান। এতে চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় চামড়াশিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও এই খাতের রপ্তানি আয় গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশের তুলনামূলক সাশ্রয়ী শ্রমব্যয় এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ বেড়েছে। যে কারণে উৎপাদকেরা এখন সর্বাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধানের দিকে মনোযোগ দিচ্ছেন। এতে দেশের চামড়া ও ফরওয়ার্ড লিংকেজ খাতের গুণগত মানসম্পন্ন কারখানাগুলো ইতিমধ্যে এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সার্টিফিকেশন অর্জন করেছে, যা বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ চামড়াজাত পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান আরও শক্তিশালী করছে। এ প্রদর্শনী নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, যেখানে তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সম্পর্কে ধারণা নিতে এবং সংগ্রহ করতে পারেন।
লেদার টেক বাংলাদেশ দেশের চামড়া, জুতা ও ভ্রমণসামগ্রী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দশমবারের মতো এই শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ-২০২৪ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২০ দেশের ২০০ প্রতিষ্ঠান। এতে চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় চামড়াশিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও এই খাতের রপ্তানি আয় গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশের তুলনামূলক সাশ্রয়ী শ্রমব্যয় এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ বেড়েছে। যে কারণে উৎপাদকেরা এখন সর্বাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধানের দিকে মনোযোগ দিচ্ছেন। এতে দেশের চামড়া ও ফরওয়ার্ড লিংকেজ খাতের গুণগত মানসম্পন্ন কারখানাগুলো ইতিমধ্যে এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সার্টিফিকেশন অর্জন করেছে, যা বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ চামড়াজাত পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান আরও শক্তিশালী করছে। এ প্রদর্শনী নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, যেখানে তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সম্পর্কে ধারণা নিতে এবং সংগ্রহ করতে পারেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫