আজকের পত্রিকা ডেস্ক
শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভুটান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২৪-২৫’-এ এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে স্বল্প মজুরির শ্রমিক ১১ দশমিক ২ শতাংশ। শ্রীলঙ্কায় ২৫ দশমিক ৯ ও ভুটানে ১৩ দশমিক ৮ শতাংশ শ্রমিক স্বল্প মজুরি পেয়ে থাকেন।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত সবচেয়ে কম ৯ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে ভারত এবং সে দেশের স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত ১১ দশমিক ৫ শতাংশ।
এতে আরও বলা হয়, বৈশ্বিক পর্যায়ে স্বল্প মজুরির শ্রমিকের মধ্যে নারীদের অংশ বেশি, যা মোট শ্রমিকের প্রায় অর্ধেক। স্বল্প মজুরি পাওয়া শ্রমিকদের মধ্যে নারীদের এই বৃহত্তর অংশ তালিকায় থাকা সব দেশের মধ্যে রয়েছে। এ ছাড়া স্বল্প মজুরি পাওয়া শ্রমিকের তালিকায় অভিবাসী শ্রমিকদের বড় একটি অংশ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে সব দেশে প্রায় দুই-তৃতীয়াংশ মজুরিবৈষম্য কমেছে। সবচেয়ে উল্লেখযোগ্য মজুরিবৈষম্য কমেছে নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে। অন্যদিকে ধনী দেশগুলোতে মজুরিবৈষম্য ধীরগতিতে কমছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মজুরি মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বাড়ছে।
শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভুটান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২৪-২৫’-এ এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে স্বল্প মজুরির শ্রমিক ১১ দশমিক ২ শতাংশ। শ্রীলঙ্কায় ২৫ দশমিক ৯ ও ভুটানে ১৩ দশমিক ৮ শতাংশ শ্রমিক স্বল্প মজুরি পেয়ে থাকেন।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত সবচেয়ে কম ৯ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে ভারত এবং সে দেশের স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত ১১ দশমিক ৫ শতাংশ।
এতে আরও বলা হয়, বৈশ্বিক পর্যায়ে স্বল্প মজুরির শ্রমিকের মধ্যে নারীদের অংশ বেশি, যা মোট শ্রমিকের প্রায় অর্ধেক। স্বল্প মজুরি পাওয়া শ্রমিকদের মধ্যে নারীদের এই বৃহত্তর অংশ তালিকায় থাকা সব দেশের মধ্যে রয়েছে। এ ছাড়া স্বল্প মজুরি পাওয়া শ্রমিকের তালিকায় অভিবাসী শ্রমিকদের বড় একটি অংশ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে সব দেশে প্রায় দুই-তৃতীয়াংশ মজুরিবৈষম্য কমেছে। সবচেয়ে উল্লেখযোগ্য মজুরিবৈষম্য কমেছে নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে। অন্যদিকে ধনী দেশগুলোতে মজুরিবৈষম্য ধীরগতিতে কমছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মজুরি মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বাড়ছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫