বিশেষ প্রতিনিধি, ঢাকা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জাহাজ থেকে গ্যাস সরবরাহ গতকাল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও ঢাকা এবং তার আশপাশের জেলায় গ্যাস সরবরাহ কমে গেছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (সংযোগ) তারিকুল ইসলাম খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এতে চট্টগ্রাম এলাকায়, গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকাসহ আশেপাশের জেলার গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি সরবরাহ শুরু হবে।
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, দেশে ৩ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে দুটি এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ৬০ থেকে ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আর ১৮০ কোটি ঘনফুট গ্যাস দেশের খনি থেকে সরবরাহ করা হচ্ছিল। এতে তীব্র গ্যাস সসংকটে পড়ে সারা দেশ। চাহিদা থেকে প্রায় ৮০ কোটি ঘনফুট কম সরবরাহ থাকায় তীব্র গ্যাস সংকটে পড়ে দেশের কল কারখানা। খোদ রাজধানীর অনেক বাসাবাড়িতে গ্যাসের চুলাঢ চাপ না থাকায় রান্নার কাজ ব্যহত হয়। এর মধ্যে ৭০ কোটি ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জাহাজ থেকে গ্যাস সরবরাহ গতকাল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও ঢাকা এবং তার আশপাশের জেলায় গ্যাস সরবরাহ কমে গেছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (সংযোগ) তারিকুল ইসলাম খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এতে চট্টগ্রাম এলাকায়, গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকাসহ আশেপাশের জেলার গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি সরবরাহ শুরু হবে।
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, দেশে ৩ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে দুটি এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ৬০ থেকে ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আর ১৮০ কোটি ঘনফুট গ্যাস দেশের খনি থেকে সরবরাহ করা হচ্ছিল। এতে তীব্র গ্যাস সসংকটে পড়ে সারা দেশ। চাহিদা থেকে প্রায় ৮০ কোটি ঘনফুট কম সরবরাহ থাকায় তীব্র গ্যাস সংকটে পড়ে দেশের কল কারখানা। খোদ রাজধানীর অনেক বাসাবাড়িতে গ্যাসের চুলাঢ চাপ না থাকায় রান্নার কাজ ব্যহত হয়। এর মধ্যে ৭০ কোটি ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে