নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১৬ টাকা বেড়ে ১ হাজার ২৩৫ টাকা হয়েছে, যা আজ বেলা ১টা থেকে কার্যকর হয়েছে। গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এই নতুন দাম ঘোষণা করেছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম বেসরকারি পর্যায়ে মূসকসহ ১০২ দশমিক ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১০২ দশমিক ৮৮ টাকা ধরে চলতি মাসের জন্য সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ২৩৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৬ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৬৪৬ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৮৫২ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৮ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ২৬৪ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৫৭১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৩৯৬ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৬০০ টাকা এবং ৪৫ কেজির দাম ৪ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।
বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল থেকে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছে।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১৬ টাকা বেড়ে ১ হাজার ২৩৫ টাকা হয়েছে, যা আজ বেলা ১টা থেকে কার্যকর হয়েছে। গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এই নতুন দাম ঘোষণা করেছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম বেসরকারি পর্যায়ে মূসকসহ ১০২ দশমিক ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১০২ দশমিক ৮৮ টাকা ধরে চলতি মাসের জন্য সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ২৩৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৬ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৬৪৬ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৮৫২ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৮ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ২৬৪ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৫৭১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৩৯৬ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৬০০ টাকা এবং ৪৫ কেজির দাম ৪ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।
বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল থেকে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে