নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কোভিড মহামারির মধ্যেও বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে রেকর্ড সাফল্য দেখিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে গত মে মাস পর্যন্ত এডিবির ৭৬ শতাংশ বাস্তবায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। এটি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি। যেখানে মে মাস পর্যন্ত জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৫৮ শতাংশ। এ ছাড়া বাস্তবায়ন অগ্রগতির এই হার গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য এডিবির ৮৫টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৩২২ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৭৫২ কোটি টাকা এরই মধ্যে ব্যয় হয়েছে।
করোনাকালে কৃষি মন্ত্রণালয়ের এই অর্জনের জন্য সব কর্মকর্তা–কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী। এ সময় কৃষিমন্ত্রী দক্ষিণাঞ্চলের জমিতে লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত সরবরাহের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের চাষের জমি কমছে, মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে খাদ্যের উৎপাদন টেকসই করতে হলে আরও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।’
সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
ঢাকা: কোভিড মহামারির মধ্যেও বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে রেকর্ড সাফল্য দেখিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে গত মে মাস পর্যন্ত এডিবির ৭৬ শতাংশ বাস্তবায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। এটি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি। যেখানে মে মাস পর্যন্ত জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৫৮ শতাংশ। এ ছাড়া বাস্তবায়ন অগ্রগতির এই হার গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য এডিবির ৮৫টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৩২২ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৭৫২ কোটি টাকা এরই মধ্যে ব্যয় হয়েছে।
করোনাকালে কৃষি মন্ত্রণালয়ের এই অর্জনের জন্য সব কর্মকর্তা–কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী। এ সময় কৃষিমন্ত্রী দক্ষিণাঞ্চলের জমিতে লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত সরবরাহের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের চাষের জমি কমছে, মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে খাদ্যের উৎপাদন টেকসই করতে হলে আরও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।’
সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২২ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২২ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২২ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২২ দিন আগে