যেসব বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন করবে, তাদের কর ছাড় দেবে সৌদি আরব। গতকাল মঙ্গলবার সৌদি আরবের সরকার এ ঘোষণা দেয়। মূলত দেশের অর্থনীতিতে জ্বালানি তেল খাতের প্রাধান্য কমিয়ে অন্যান্য শিল্প উদ্যোগকে এগিয়ে নিতেই সৌদি আরবের এই উদ্যোগ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সৌদি আরব সরকার ঘোষণা দিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে সৌদি আরবে ব্যবসারত যেসব বিদেশি কোম্পানি তাদের আঞ্চলিক কার্যালয় রিয়াদে সরিয়ে না আনবে, তাদের ওপর থেকে কর ছাড়সহ বিভিন্ন আর্থিক সুবিধা তুলে নেওয়া হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে সরকারি কাজের চুক্তি দেওয়াও বন্ধ করে দেওয়া হবে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এসপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুসারে বিভিন্ন ধরনের কর ছাড়সহ যেসব প্রতিষ্ঠান রিয়াদে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন করবে, তাদের পরবর্তী ৩০ বছরের জন্য আয়করে ছাড় দেওয়া হবে। মূলত ক্রমেই বিশ্ববাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যেতে, সৌদি আরবের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে এমন নতুন শিল্প তৈরি করতে এবং দেশের অর্থনীতি থেকে তেলের প্রাধান্য কমাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রচেষ্টার অংশ এটি।
এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলো রিয়াদে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের পর ব্যবসায়ের লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই এই কর ছাড় বা রেয়াত কার্যকর হবে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালেদ আল-ফালিহ বলেছেন, ‘আমরা আশা করছি এই উদ্যোগ অন্তত ২০০ বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করবে।’
সৌদি আরবের এই উদ্যোগ প্রসঙ্গে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, ‘আঞ্চলিক সদর দপ্তরের কার্যক্রমে প্রদত্ত নতুন কর ছাড় রাজ্যের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করার সুযোগ দেবে, আরও স্থিতিশীল হওয়ার সুযোগ দেবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন মেগা প্রজেক্টসহ সব খাতের বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের জন্য আরও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে স্বাগত জানাতে চাই।’
এ সময় খালিদ আল-জাদান জানান, সৌদি আরব ২০২৯ সালে শীতকালীন এশিয়ান গেমস ও ২০৩০-এক্সপোর মতো বড় ইভেন্টগুলো আয়োজনের জন্য সব প্রস্তুতি নিয়েছে এবং এসব ইভেন্ট আয়োজনে সৌদি আরব উন্মুখ হয়ে রয়েছে।
তবে বিদেশি কোম্পানিগুলো তাদের আঞ্চলিক সদর দপ্তর স্থানান্তর করার জন্য সৌদি আরবের বেঁধে দেওয়া শর্তকে বড় ঝাঁকুনি হিসেবেই দেখছে। কারণ, দেশটি এসব কার্যালয় স্থানান্তরের জন্য তারা মাত্র ১০ মাস সময় বেঁধে দিয়েছে, যা আগামী বছরের অক্টোবরে শেষ হবে। পাশাপাশি কিছু কোম্পানি করসহ সৌদি আরবের ব্যবসায় নিয়ন্ত্রক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
যেসব বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন করবে, তাদের কর ছাড় দেবে সৌদি আরব। গতকাল মঙ্গলবার সৌদি আরবের সরকার এ ঘোষণা দেয়। মূলত দেশের অর্থনীতিতে জ্বালানি তেল খাতের প্রাধান্য কমিয়ে অন্যান্য শিল্প উদ্যোগকে এগিয়ে নিতেই সৌদি আরবের এই উদ্যোগ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সৌদি আরব সরকার ঘোষণা দিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে সৌদি আরবে ব্যবসারত যেসব বিদেশি কোম্পানি তাদের আঞ্চলিক কার্যালয় রিয়াদে সরিয়ে না আনবে, তাদের ওপর থেকে কর ছাড়সহ বিভিন্ন আর্থিক সুবিধা তুলে নেওয়া হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে সরকারি কাজের চুক্তি দেওয়াও বন্ধ করে দেওয়া হবে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এসপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুসারে বিভিন্ন ধরনের কর ছাড়সহ যেসব প্রতিষ্ঠান রিয়াদে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন করবে, তাদের পরবর্তী ৩০ বছরের জন্য আয়করে ছাড় দেওয়া হবে। মূলত ক্রমেই বিশ্ববাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যেতে, সৌদি আরবের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে এমন নতুন শিল্প তৈরি করতে এবং দেশের অর্থনীতি থেকে তেলের প্রাধান্য কমাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রচেষ্টার অংশ এটি।
এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলো রিয়াদে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের পর ব্যবসায়ের লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই এই কর ছাড় বা রেয়াত কার্যকর হবে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালেদ আল-ফালিহ বলেছেন, ‘আমরা আশা করছি এই উদ্যোগ অন্তত ২০০ বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করবে।’
সৌদি আরবের এই উদ্যোগ প্রসঙ্গে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, ‘আঞ্চলিক সদর দপ্তরের কার্যক্রমে প্রদত্ত নতুন কর ছাড় রাজ্যের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করার সুযোগ দেবে, আরও স্থিতিশীল হওয়ার সুযোগ দেবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন মেগা প্রজেক্টসহ সব খাতের বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের জন্য আরও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে স্বাগত জানাতে চাই।’
এ সময় খালিদ আল-জাদান জানান, সৌদি আরব ২০২৯ সালে শীতকালীন এশিয়ান গেমস ও ২০৩০-এক্সপোর মতো বড় ইভেন্টগুলো আয়োজনের জন্য সব প্রস্তুতি নিয়েছে এবং এসব ইভেন্ট আয়োজনে সৌদি আরব উন্মুখ হয়ে রয়েছে।
তবে বিদেশি কোম্পানিগুলো তাদের আঞ্চলিক সদর দপ্তর স্থানান্তর করার জন্য সৌদি আরবের বেঁধে দেওয়া শর্তকে বড় ঝাঁকুনি হিসেবেই দেখছে। কারণ, দেশটি এসব কার্যালয় স্থানান্তরের জন্য তারা মাত্র ১০ মাস সময় বেঁধে দিয়েছে, যা আগামী বছরের অক্টোবরে শেষ হবে। পাশাপাশি কিছু কোম্পানি করসহ সৌদি আরবের ব্যবসায় নিয়ন্ত্রক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫