নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে কারসাজি করে অযৌক্তিভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, বাজারে কারসাজি নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার মৌলভীবাজারে ব্যবসায়ীদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সভায় অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল মৌলভীবাজারে মসলার পাইকারি বাজার তদারকির পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, তদারকিতে দেখা যায়, জিরা, এলাচি ও গোলমরিচের দাম গত মাস থেকে প্রতি সপ্তাহে বেড়েছে। এলাচির দাম গত মাসের শুরুর তুলনায় কেজিতে ৬০০-১০০০ টাকা, গোলমরিচের দাম ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
অনুষ্ঠানে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নিত্যপণ্যের আমদানি, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের কী কী সমস্যা, তা শোনার জন্য সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি পণ্য কে কী দামে আমদানি করেছেন, সে তথ্য সরকারের কাছে আছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মাহমুদুল হাসান বলেন, গত এক মাসে গরমমসলার দাম বেড়েছে ৭ শতাংশ।
মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী মফিজুর রহমান বলেন, সাত-আট মাস ধরে দেশের সীমান্ত দিয়ে ভারতের চিনি আসায় তাঁদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ বলেন, ১ কেজি এলাচি আমদানিতে ৫০০ টাকার ওপরে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। প্রতিটি পণ্য আমদানিতে অস্বাভাবিক ট্যাক্স ধার্য থাকায় দাম বাড়ছে। অপরদিকে কিছু পণ্যের দাম কয়েক মাসে অনেক কমেছে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘আমরা কালাকানুনের কারণে সংকটে রয়েছি। আমাদের সংকটের কথা বলা হয়েছে, তা কোনো কাজেই আসছে না।’
ব্যবসায়ীরা বলেন, কিছু পণ্যের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অযৌক্তিক শুল্কায়নের কারণে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ অনুবিভাগ) রেজওয়ানুর রহমান, যুগ্ম সচিব দাউদুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতা ফারুক আহমেদ প্রমুখ।
বাজারে কারসাজি করে অযৌক্তিভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, বাজারে কারসাজি নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার মৌলভীবাজারে ব্যবসায়ীদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সভায় অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল মৌলভীবাজারে মসলার পাইকারি বাজার তদারকির পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, তদারকিতে দেখা যায়, জিরা, এলাচি ও গোলমরিচের দাম গত মাস থেকে প্রতি সপ্তাহে বেড়েছে। এলাচির দাম গত মাসের শুরুর তুলনায় কেজিতে ৬০০-১০০০ টাকা, গোলমরিচের দাম ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
অনুষ্ঠানে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নিত্যপণ্যের আমদানি, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের কী কী সমস্যা, তা শোনার জন্য সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি পণ্য কে কী দামে আমদানি করেছেন, সে তথ্য সরকারের কাছে আছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মাহমুদুল হাসান বলেন, গত এক মাসে গরমমসলার দাম বেড়েছে ৭ শতাংশ।
মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী মফিজুর রহমান বলেন, সাত-আট মাস ধরে দেশের সীমান্ত দিয়ে ভারতের চিনি আসায় তাঁদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ বলেন, ১ কেজি এলাচি আমদানিতে ৫০০ টাকার ওপরে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। প্রতিটি পণ্য আমদানিতে অস্বাভাবিক ট্যাক্স ধার্য থাকায় দাম বাড়ছে। অপরদিকে কিছু পণ্যের দাম কয়েক মাসে অনেক কমেছে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘আমরা কালাকানুনের কারণে সংকটে রয়েছি। আমাদের সংকটের কথা বলা হয়েছে, তা কোনো কাজেই আসছে না।’
ব্যবসায়ীরা বলেন, কিছু পণ্যের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অযৌক্তিক শুল্কায়নের কারণে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ অনুবিভাগ) রেজওয়ানুর রহমান, যুগ্ম সচিব দাউদুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতা ফারুক আহমেদ প্রমুখ।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে