Ajker Patrika

মালয়েশিয়ার হ্যান্ডগ্লভসের বিপুল চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ার হ্যান্ডগ্লভসের বিপুল চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্র

কুয়ালালামপুর: মালয়েশিয়ার শীর্ষ হ্যান্ডগ্লভস প্রস্তুতকারক প্রতিষ্ঠান টপ গ্লভ করপোরেশন বিএইচডির একটি চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চালানে ৫ লাখ ১৮ হাজার ডলার মূল্যমানের গ্লভস রয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে বাধ্যতামূলক শ্রমের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।

আজ বুধবার সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সংস্থাটি কবে এই ৩৯ লাখ পিস নাইট্রাইল গ্লভস বাজেয়াপ্ত করেছে সে ব্যাপারে নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করেনি। গত জুলাইয়ে টপ গ্লভের দুটি সহায়ক সংস্থার কাছ থেকে আমদানি করা এসব গ্লভস জব্দ করা হয়। এসব কোম্পানির কারখানায় বাধ্যতামূলক শ্রম ব্যবহার করা হয় বলে সন্দেহ করার যৌক্তিক কারণ রয়েছে বলে জানিয়েছে সিবিপি।

গত মার্চে সিবিপি বলেছিল, তাদের কাছে বাধ্যতামূলক শ্রম ব্যবহারের পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে মালয়েশিয়ার টপ গ্লভ করপোরেশনের চালানগুলো জব্দ করার নির্দেশনা পাঠানো হয়েছে।

আজ সিবিপি এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ার টপ গ্লভ করপোরেশন শ্রমিকদের ঋণের জালে আবদ্ধ করে শ্রম দিতে বাধ্য করে। এছাড়া অতিরিক্ত ওভারটাইম ও আপত্তিকর কাজ করানো হয়। শ্রমিকদের পরিচয়পত্রসহ অন্যান্য নথিপত্রও আটকে রাখা হয়।

উল্লেখ্য, কোভিড মহামারিতে সারা বিশ্বে অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের মধ্যে বিশেষ করে ডিসপোজেবল গ্লভসের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। আর রাবারের এই পণ্যটির অন্যতম রপ্তানিকারক মালয়েশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত