গত জুনে শুরু হয়েছে বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছর। এই অর্থ বছরের প্রথম দুই মাসে বাংলাদেশের আমদানি বেশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে চীনা গণমাধ্যম সিনহুয়া এ খবর দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, রিজার্ভের ক্রমাগত পতন ঠেকাতে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার।
ওই কর্মকর্তা জানান, চলতি বছর জুলাই-আগস্ট দুই মাসে দেশের আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ২৫ শতাংশ কমে প্রায় ১২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
আমদানির জন্য খোলা ঋণপত্র (এলসি) নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, ‘জুলাই-আগস্টে দেশের আমদানি ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ কোটি ডলারে, আগের বছরের এই সময়ে যা ছিল ১ হাজার ৫১৪ কোটি ডলার।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট মাসে আমদানির আদেশও ১৮ দশমিক ১৪ শতাংশ কমেছে। এই দুই মাসে ১ হাজার ৫২ কোটি ডলারের পণ্য আমদানির জন্য এলসি খোলা হয়। গত বছর এই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২৮৫ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিনহুয়া বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গত অর্থবছর আমদানি নিরুৎসাহিত করার নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। গত আগস্ট শেষে দেশের রিজার্ভ ২ হাজার ৯২৩ কোটি ডলারে নেমে আসে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০২২ সালের জুন-২০২৩ সালের জুলাই) বাংলাদেশের আমদানি ব্যয় আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ৭৬ শতাংশ কমে ৬ হাজার ৯৫০ কোটি ডলারে নেমেছে।
একই সময়ে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ ৬ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৫ হাজার ২৩৪ কোটি ডলারে উঠেছে।
গত জুনে শুরু হয়েছে বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছর। এই অর্থ বছরের প্রথম দুই মাসে বাংলাদেশের আমদানি বেশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে চীনা গণমাধ্যম সিনহুয়া এ খবর দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, রিজার্ভের ক্রমাগত পতন ঠেকাতে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার।
ওই কর্মকর্তা জানান, চলতি বছর জুলাই-আগস্ট দুই মাসে দেশের আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ২৫ শতাংশ কমে প্রায় ১২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
আমদানির জন্য খোলা ঋণপত্র (এলসি) নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, ‘জুলাই-আগস্টে দেশের আমদানি ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ কোটি ডলারে, আগের বছরের এই সময়ে যা ছিল ১ হাজার ৫১৪ কোটি ডলার।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট মাসে আমদানির আদেশও ১৮ দশমিক ১৪ শতাংশ কমেছে। এই দুই মাসে ১ হাজার ৫২ কোটি ডলারের পণ্য আমদানির জন্য এলসি খোলা হয়। গত বছর এই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২৮৫ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিনহুয়া বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গত অর্থবছর আমদানি নিরুৎসাহিত করার নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। গত আগস্ট শেষে দেশের রিজার্ভ ২ হাজার ৯২৩ কোটি ডলারে নেমে আসে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০২২ সালের জুন-২০২৩ সালের জুলাই) বাংলাদেশের আমদানি ব্যয় আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ৭৬ শতাংশ কমে ৬ হাজার ৯৫০ কোটি ডলারে নেমেছে।
একই সময়ে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ ৬ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৫ হাজার ২৩৪ কোটি ডলারে উঠেছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫