আজকের পত্রিকা ডেস্ক
ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৬০ রুপি ছিল, এখন তা বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে দাঁড়িয়েছে; যা ভোক্তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে ফেলেছে। খবর ইকোনমিকস টাইমসের।
দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ রুপি কেজি হয়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি পড়ছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে, কিন্তু মানুষ এখনো পেঁয়াজ কিনছে; কারণ, এটি প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। ফাইজা নামে দিল্লির একজন ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে, যদিও মৌসুম অনুযায়ী এটি কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’
তবে দামের ঊর্ধ্বগতি শুধু দিল্লিতেই নয়, মুম্বাইয়ের ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছে। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে প্রতিটি পরিবারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৬০ রুপি ছিল, এখন তা বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে দাঁড়িয়েছে; যা ভোক্তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে ফেলেছে। খবর ইকোনমিকস টাইমসের।
দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ রুপি কেজি হয়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি পড়ছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে, কিন্তু মানুষ এখনো পেঁয়াজ কিনছে; কারণ, এটি প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। ফাইজা নামে দিল্লির একজন ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে, যদিও মৌসুম অনুযায়ী এটি কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’
তবে দামের ঊর্ধ্বগতি শুধু দিল্লিতেই নয়, মুম্বাইয়ের ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছে। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে প্রতিটি পরিবারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে