Ajker Patrika

নির্বাচনের আগে দেড় কোটি টাকার গাড়ি কেনার সুযোগ সরকারি কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৪: ০৯
নির্বাচনের আগে দেড় কোটি টাকার গাড়ি কেনার সুযোগ সরকারি কর্মকর্তাদের

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনা বন্ধের সিদ্ধান্ত থাকলেও নির্বাচনের আগে সেই অবস্থান থেকে সরে এল সরকার। এখন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গাড়ি কেনার সুযোগ তো পেলেনই, তার সঙ্গে গাড়ির কেনার বরাদ্দও বাড়ানো হয়েছে ৫৪ শতাংশ।

ফলে সরকারের শীর্ষ কর্মকর্তারা এখন রেজিস্ট্রেশন, শুল্ক-করসহ ১ কোটি ৪৫ লাখ টাকায় গাড়ি কিনতে পারবেন। এত দিন গাড়ির সর্বোচ্চ বাজেট ছিল ৯৪ লাখ টাকা।

এ বিষয়ে গত সোমবার অর্থ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে। এতে সরকারি সব ধরনের যানবাহনের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারের গ্রেড ১ ও ২ পর্যায়ের কর্মকর্তারা ১ কোটি ৪৫ লাখ টাকায় ২ হাজার ৭০০ সিসি ইঞ্জিন ক্ষমতার জিপগাড়িতে চড়তে পারবেন। ইঞ্জিনের ক্ষমতা একই থাকলেও আগের চেয়ে গাড়ির জন্য বরাদ্দ বেড়েছে ৫১ লাখ টাকা বা ৫৪ শতাংশ। আগে এই স্তরের কর্মকর্তারা ৯৪ লাখ টাকার গাড়ি পেতেন।

গ্রেড ৩ বা তার নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা যাবে ৬৫ লাখ টাকা দামের গাড়ি। এত দিন এর সীমা ছিল ৫৭ লাখ টাকা। বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার, মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৫২ লাখ টাকায় মাইক্রোবাস, ৪৫ লাখ টাকায় কার, ৫৪ লাখ টাকায় অ্যাম্বুলেন্স, এসি মিনিবাস ৭৫ লাখ টাকা, নন এসি বড় বাস ৪৬ লাখ টাকা, নন এসি মিনিবাস ৩২ লাখ টাকা, সিঙ্গেল কেবিন পিকআপ ৩৮ লাখ টাকা, ডাবল কেবিন পিকআপ ৫৫ লাখ টাকা, ৫ টনের ট্রাক ৩৯ লাখ টাকা, ৩ টনের ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা এবং মোটরসাইকেল ১ লাখ ৪০ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই অর্থ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে নতুন যানবাহন কেনা বন্ধের কথা জানিয়েছিল। নতুন গাড়ি কেনা বন্ধের সিদ্ধান্তের এক মাস না যেতেই কৃচ্ছ্রসাধনের নীতি থেকে সরে এল সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত