Ajker Patrika

রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম আগামী ৪ জুলাই রোজ বৃহস্পতিবার থেকে ৮ জুলাই সোমবার পর্যন্ত পাঁচ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই সাময়িক কার্যক্রম বন্ধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ জুলাই ২০২৫ হতে ৮ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে রূপালী ব্যাংক এর আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত