অনলাইন ডেস্ক
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৩-১৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন ১৫ মার্চ থেকে। ৯ এপ্রিল প্রকাশ করা হবে বৈধ প্রার্থীর তালিকা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল।
এ বিষয়ে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা থাকবে।
গত বছরের ১৩ আগস্ট ই-ক্যাব সভাপতি শমী কায়সার পদত্যাগ করেন। ২৯ আগস্ট কার্যনির্বাহী পরিষদের বাকি সদস্যরা পদত্যাগ করেন। এরপর ১১ সেপ্টেম্বর প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মুহাম্মদ সাঈদ আলী।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৩-১৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন ১৫ মার্চ থেকে। ৯ এপ্রিল প্রকাশ করা হবে বৈধ প্রার্থীর তালিকা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল।
এ বিষয়ে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা থাকবে।
গত বছরের ১৩ আগস্ট ই-ক্যাব সভাপতি শমী কায়সার পদত্যাগ করেন। ২৯ আগস্ট কার্যনির্বাহী পরিষদের বাকি সদস্যরা পদত্যাগ করেন। এরপর ১১ সেপ্টেম্বর প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মুহাম্মদ সাঈদ আলী।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে