নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন। এতে দুই দেশের ভোক্তারাও উপকৃত হবে বলে জানান ফারুক হাসান।
আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারব। এতে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হবেন তা নয়, বরং মার্কিন তুলাচাষিরা, সরবরাহকারী ও ভোক্তারা লাভবান হবেন। সবার জন্যই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দিয়ে ফারুক হাসান আরও বলেন, ‘আমদানি করা মার্কিন কটনের ওপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটা আমদানি প্রক্রিয়াকে সহজ, সময় সাশ্রয়, ঝামেলা ও খরচ কমিয়েছে।’
বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনা করে এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে বলেও জানান ফারুক হাসান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।
কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইর আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন ইউএসএ সলিউশনের লেই পেল এবং এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন। এতে দুই দেশের ভোক্তারাও উপকৃত হবে বলে জানান ফারুক হাসান।
আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারব। এতে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হবেন তা নয়, বরং মার্কিন তুলাচাষিরা, সরবরাহকারী ও ভোক্তারা লাভবান হবেন। সবার জন্যই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দিয়ে ফারুক হাসান আরও বলেন, ‘আমদানি করা মার্কিন কটনের ওপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটা আমদানি প্রক্রিয়াকে সহজ, সময় সাশ্রয়, ঝামেলা ও খরচ কমিয়েছে।’
বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনা করে এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে বলেও জানান ফারুক হাসান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।
কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইর আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন ইউএসএ সলিউশনের লেই পেল এবং এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২৩ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২৩ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২৩ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২৩ দিন আগে