অনলাইন ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা ঘোষণা করেছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। এর ফলে কোম্পানির শেয়ারধারীরা এখন প্রতি শেয়ারের জন্য লভ্যাংশ পাবেন দেড় টাকা।
সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৭০২ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালে ছিল ৩২০ কোটি টাকা। মুনাফার এই বিপুল বৃদ্ধি শেয়ারধারীদের জন্য লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে লভ্যাংশ ছিল ১০ শতাংশ, এবার তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।
রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি প্রধান মোহাম্মদ শাহেদুল আলম বলেন, এ মুনাফার পেছনে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা বড় ভূমিকা রেখেছে। নানাভাবে খরচ কমানোর চেষ্টা ছিল, যার কারণে মুনাফা বেশি হয়েছে এবং রেকর্ড লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা ঘোষণা করেছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। এর ফলে কোম্পানির শেয়ারধারীরা এখন প্রতি শেয়ারের জন্য লভ্যাংশ পাবেন দেড় টাকা।
সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৭০২ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালে ছিল ৩২০ কোটি টাকা। মুনাফার এই বিপুল বৃদ্ধি শেয়ারধারীদের জন্য লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে লভ্যাংশ ছিল ১০ শতাংশ, এবার তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।
রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি প্রধান মোহাম্মদ শাহেদুল আলম বলেন, এ মুনাফার পেছনে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা বড় ভূমিকা রেখেছে। নানাভাবে খরচ কমানোর চেষ্টা ছিল, যার কারণে মুনাফা বেশি হয়েছে এবং রেকর্ড লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে