নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে দেশজুড়ে টানা ৯ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কার্যক্রম সচল রাখার জন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন এবং প্রয়োজনে বন্ধের মধ্যেও বৈঠক করবেন। যদি কেউ বিদেশে থাকেন, তবে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে চাল ও অন্যান্য ভোগ্যপণ্য আমদানির বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে ৬ হাজার ৭৮২ কোটি টাকার পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি, সার ও চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য দুটি কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল্য যথাক্রমে ৬৭৫ কোটি ২৮ লাখ এবং ৬৯১ কোটি ৫৯ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয় ২৫৯ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য ৩০৬ কোটি ২২ লাখ টাকার ৪০ হাজার টন ডিএপি সার এবং ১১২ কোটি ১৩ লাখ টাকার ৩০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২০ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২০ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২০ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২০ দিন আগে