Ajker Patrika

ট্রিপলাভার চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮: ৪০
ট্রিপলাভার চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ট্রিপলাভার দি বাংলাদেশ মনিটর আয়োজিত চট্টগ্রাম আর্ন্তজাতিক পর্যটন মেলা-চিটাগং ট্রাভেল মার্ট-২০২২-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। 

আজ শনিবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত দুই বছর বিশ্বব্যাপী করোনা মহামারির তাণ্ডবে বিধ্বস্ত দেশের পর্যটন শিল্পকে উজ্জীবিত করার লক্ষ্যে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর দ্বাদশবারের মতো বন্দর নগরী চট্টগ্রামে আগামী ৬ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ মনিটরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন দি বাংলাদেশ মনিটরের নির্বাহী সম্পাদক ড. ফরহাদ কামাল এবং ট্রিপলাভার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নিশা তাসনিম শেখ। 

অনুষ্ঠানে বাংলাদেশ মনিটর ও ট্রিপলাভারের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। পর্যটন মেলাটি চট্টগ্রামের দি পেনিনসুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে এবং দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ অন্যরা এ মেলায় অংশ নেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত