Ajker Patrika

স্বর্ণের দাম ভরিতে কমল দেড় হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩: ২০
স্বর্ণের দাম ভরিতে কমল দেড় হাজার টাকা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরি প্রতি দেড় হাজার টাকা কমানো হয়েছে। 

বৃহস্পতিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। 

এতে বলা হয়, চলমান করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণে দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা করা হয়েছে।

এ ছাড়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ধরা হয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের দাম ধরা হয়েছে ৬০ হাজার ৬৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

অন্যদিকে অপরিবর্তিত রুপার দাম আগের মতোই ২২ ক্যারেটে এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২১৫ টাকা এ ছাড়া সনাতন পদ্ধতিতে ৯৩৩ টাকাই থাকছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত