বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ভরা মৌসুমে দেশে তৃতীয়বারের মতো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ভারতীয় আলুবোঝাই ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে আমদানির খবরে দেশীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমেছে।
প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করে। আজ ভারতীয় চারটি ট্রাকে ১০০ টন আলু হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।’
আমদানিকারক প্রতিষ্ঠান মুক্ত এন্টারপ্রাইজ ভারত থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা কেজির মধ্যে বিক্রি করা হবে।
এদিকে, আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের কার্ডিনাল আলু ৫ টাকা কমে ৩০ টাকা এবং ছোট জাতের পাটনা আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।
ভরা মৌসুমে দেশে তৃতীয়বারের মতো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ভারতীয় আলুবোঝাই ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে আমদানির খবরে দেশীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমেছে।
প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করে। আজ ভারতীয় চারটি ট্রাকে ১০০ টন আলু হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।’
আমদানিকারক প্রতিষ্ঠান মুক্ত এন্টারপ্রাইজ ভারত থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা কেজির মধ্যে বিক্রি করা হবে।
এদিকে, আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের কার্ডিনাল আলু ৫ টাকা কমে ৩০ টাকা এবং ছোট জাতের পাটনা আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে