চীন ও ভারতের নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশ দুটির জন্য ভিসার কোনো বাধ্যবাধকতা থাকছে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
রোববার (২৬ নভেম্বর) পুত্রজায়ায় পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে দেওয়া এক ভাষণে আনোয়ার বলেন, চীনা ও ভারতীয় নাগরিকেরা ৩০ দিন পর্যন্ত বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি বেশি পর্যটক আগমন ও তাঁদের ব্য়য়ের ওপর নির্ভর করছে। গত মাসে আনোয়ার ইব্রাহীম ঘোষণা দেন, পর্যটক এবং বিনিয়োগকারীদের—বিশেষত ভারত এবং চীন থেকে— আগ্রহী করার জন্য আগামী বছর থেকে ভিসা সুবিধা উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে গত শুক্রবার চীন ছয়টি দেশের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে। দেশগুলো হলো— ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। বিনা ভিসায় চীন ভ্রমণের এ সুযোগটি আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। উল্লেখিত দেশগুলোর নাগরিকেরা চীনে বাণিজ্য, পর্যটন, স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং সর্বোচ্চ ১৫ দিনের ট্রানজিটের জন্য বিনা ভিসায় অবস্থান করতে পারবেন।
চীন ও ভারতের নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশ দুটির জন্য ভিসার কোনো বাধ্যবাধকতা থাকছে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
রোববার (২৬ নভেম্বর) পুত্রজায়ায় পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে দেওয়া এক ভাষণে আনোয়ার বলেন, চীনা ও ভারতীয় নাগরিকেরা ৩০ দিন পর্যন্ত বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি বেশি পর্যটক আগমন ও তাঁদের ব্য়য়ের ওপর নির্ভর করছে। গত মাসে আনোয়ার ইব্রাহীম ঘোষণা দেন, পর্যটক এবং বিনিয়োগকারীদের—বিশেষত ভারত এবং চীন থেকে— আগ্রহী করার জন্য আগামী বছর থেকে ভিসা সুবিধা উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে গত শুক্রবার চীন ছয়টি দেশের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে। দেশগুলো হলো— ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। বিনা ভিসায় চীন ভ্রমণের এ সুযোগটি আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। উল্লেখিত দেশগুলোর নাগরিকেরা চীনে বাণিজ্য, পর্যটন, স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং সর্বোচ্চ ১৫ দিনের ট্রানজিটের জন্য বিনা ভিসায় অবস্থান করতে পারবেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫