অনলাইন ডেস্ক
দেশের অর্থনীতির উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ ও উন্নয়ন করতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার।
এদিন এফআইডি সচিব নাজমা মোবারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসইসিতে যান। বিএসইসি কার্যালয়ে আগমন এবং বৈঠকে অংশগ্রহণের জন্য সচিবকে ধন্যবাদ জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়াও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে মন্ত্রণালয় ও এফআইডির সহযোগিতার অনুরোধ জানান রাশেদ মাকসুদ।
বৈঠকে নাজমা মোবারক বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন নীতি—সংক্রান্ত বিষয়ে এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব কামরুল হক মারুফ, উপসচিব ফরিদা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে এফআইডি সচিবের উদ্যোগী মনোভাবের প্রশংসা করে মু. মোহসিন চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সক্ষমতা বৃদ্ধিসহ কার্যক্রম বৃদ্ধির প্রয়োজন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার প্রসার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সহায়তার অনুরোধ জানান তিনি।
সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে এফআইডি। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে পুঁজিবাজারে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি মালিকানাধীন ভালো কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি এবং প্রতিটি তফসিলি ব্যাংক কর্তৃক সোলো ও কনসোলিডেটেড বিনিয়োগ সীমার অতিরিক্ত হিসাবে বিশেষ তহবিল ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় উন্নীতকরণ ও এর মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য বৃদ্ধির করে পুঁজিবাজারে তারল্য সহায়তা প্রদান এবং পুঁজিবাজারের উন্নয়ন সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে এফআইডিকে জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
দেশের অর্থনীতির উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ ও উন্নয়ন করতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার।
এদিন এফআইডি সচিব নাজমা মোবারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসইসিতে যান। বিএসইসি কার্যালয়ে আগমন এবং বৈঠকে অংশগ্রহণের জন্য সচিবকে ধন্যবাদ জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়াও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে মন্ত্রণালয় ও এফআইডির সহযোগিতার অনুরোধ জানান রাশেদ মাকসুদ।
বৈঠকে নাজমা মোবারক বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন নীতি—সংক্রান্ত বিষয়ে এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব কামরুল হক মারুফ, উপসচিব ফরিদা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে এফআইডি সচিবের উদ্যোগী মনোভাবের প্রশংসা করে মু. মোহসিন চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সক্ষমতা বৃদ্ধিসহ কার্যক্রম বৃদ্ধির প্রয়োজন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার প্রসার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সহায়তার অনুরোধ জানান তিনি।
সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে এফআইডি। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে পুঁজিবাজারে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি মালিকানাধীন ভালো কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি এবং প্রতিটি তফসিলি ব্যাংক কর্তৃক সোলো ও কনসোলিডেটেড বিনিয়োগ সীমার অতিরিক্ত হিসাবে বিশেষ তহবিল ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় উন্নীতকরণ ও এর মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য বৃদ্ধির করে পুঁজিবাজারে তারল্য সহায়তা প্রদান এবং পুঁজিবাজারের উন্নয়ন সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে এফআইডিকে জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫