কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনি আনতে চায় সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। আজ শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভারত থেকে যে পচনশীল পণ্য আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার, বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাছান মাহমুদ ভারতের মন্ত্রীকে অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একজন স্ট্রং লেডি’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান সকল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অজিত দোভালের সফর উচ্চ পর্যায়ের সফরের অংশ: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উক্ত সফর।’
দোভাল গত ৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ও ভারত সীমান্ত ও রাখাইনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। দোভাল পরদিন ৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। হাছান মাহমুদ গত ৭ ফেব্রুয়ারি অজিত দোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন।
রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনি আনতে চায় সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। আজ শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভারত থেকে যে পচনশীল পণ্য আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার, বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাছান মাহমুদ ভারতের মন্ত্রীকে অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একজন স্ট্রং লেডি’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান সকল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অজিত দোভালের সফর উচ্চ পর্যায়ের সফরের অংশ: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উক্ত সফর।’
দোভাল গত ৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ও ভারত সীমান্ত ও রাখাইনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। দোভাল পরদিন ৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। হাছান মাহমুদ গত ৭ ফেব্রুয়ারি অজিত দোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে