নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন এ টি এম তারিকুজ্জামান। আজ রোববার তিনি দায়িত্ব গ্রহণ করেন। ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের ৮ আগস্ট তারিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি ১৯৯৭ সালে বিএসইসির উপপরিচালক হিসেবে যোগদান করেন। ডিএসইতে যোগদানের আগে তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক ছিলেন।
যোগদানের পর তারিকুজ্জামান বেলা ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন।
এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম, পরিচালক মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানির সচিব মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ টি এম তারিকুজ্জামান ২৫ বছরেরও অধিক সময় পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স ও সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বিএসইসিতে চাকরিরত অবস্থায় তারিকুজ্জামান ২০০৭—২০০৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ফিন্যান্সিয়াল প্ল্যানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে (এমপিএ) পড়ার জন্য বৃত্তি পেয়েছিলেন। পরবর্তী সময় তিনি নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন এ টি এম তারিকুজ্জামান। আজ রোববার তিনি দায়িত্ব গ্রহণ করেন। ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের ৮ আগস্ট তারিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তিনি ১৯৯৭ সালে বিএসইসির উপপরিচালক হিসেবে যোগদান করেন। ডিএসইতে যোগদানের আগে তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক ছিলেন।
যোগদানের পর তারিকুজ্জামান বেলা ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন।
এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম, পরিচালক মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানির সচিব মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ টি এম তারিকুজ্জামান ২৫ বছরেরও অধিক সময় পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স ও সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বিএসইসিতে চাকরিরত অবস্থায় তারিকুজ্জামান ২০০৭—২০০৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ফিন্যান্সিয়াল প্ল্যানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে (এমপিএ) পড়ার জন্য বৃত্তি পেয়েছিলেন। পরবর্তী সময় তিনি নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫