নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২২টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ভীতিকে পুঁজি করে আরও কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই নেতিবাচক প্রভাবে ধারাবাহিক পতন দেখা গেছে পুঁজিবাজারে।
তবে এই মুহূর্তে নতুন কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে না। এ রকম কোনো সিদ্ধান্তও নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ। আর জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) চাইলেই কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে না। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, বেশ কয়েকটি কোম্পানিকে ডিএসই জেড ক্যাটাগরিতে পাঠাচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং গুজব। নতুন করে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে যাওয়ার মতো কোম্পানি নেই। তা ছাড়া কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে কমিশনের অনুমতি লাগবে। তাই চাইলেও ডিএসই এই মুহূর্তে সরাসরি কোনো কোম্পানিকে জেডে স্থানান্তরিত করতে পারবে না।
বিনিয়োগকারীদের ভিত্তিহীন তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়িয়েছে, তাদের শনাক্ত করতে কাজ করছে ডিএসই। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
২২টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ভীতিকে পুঁজি করে আরও কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই নেতিবাচক প্রভাবে ধারাবাহিক পতন দেখা গেছে পুঁজিবাজারে।
তবে এই মুহূর্তে নতুন কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে না। এ রকম কোনো সিদ্ধান্তও নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ। আর জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) চাইলেই কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে না। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, বেশ কয়েকটি কোম্পানিকে ডিএসই জেড ক্যাটাগরিতে পাঠাচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং গুজব। নতুন করে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে যাওয়ার মতো কোম্পানি নেই। তা ছাড়া কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে কমিশনের অনুমতি লাগবে। তাই চাইলেও ডিএসই এই মুহূর্তে সরাসরি কোনো কোম্পানিকে জেডে স্থানান্তরিত করতে পারবে না।
বিনিয়োগকারীদের ভিত্তিহীন তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়িয়েছে, তাদের শনাক্ত করতে কাজ করছে ডিএসই। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫