নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের ৫ শীর্ষ কর্মকর্তা নির্বাচন করা হবে আজ সোমবার। শীর্ষ কর্মকর্তা পদগুলো হলো—সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম সম্পাদক। গত শনিবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ৯ জন পরিচালকের মধ্যে থেকে এই কর্মকর্তাদের নির্বাচন করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী থাকলে এই নয়জনের গোপন ভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হবেন।
এর আগে শনিবার ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩১ জন প্রার্থীর মধ্যে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হন।
প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন যথাক্রমে সৈয়দা আম্বারিন রেজা (প্রাপ্ত ভোট ৪৫৩), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (প্রাপ্ত ভোট ৩৮৬), শমী কায়সার (প্রাপ্ত ভোট ৩৬৫), আসিফ আহনাফ (প্রাপ্ত ভোট ৩৩২), শাহরিয়ার হাসান (প্রাপ্ত ভোট ৩০৮), নাছিমা আক্তার নিশা (প্রাপ্ত ভোট ২০৭), মোহাম্মদ সাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৭), মো. সাইদুর রহমান (প্রাপ্ত ভোট ২৭৩), ও মো. ইলমুল হক (প্রাপ্ত ভোট ২৭০)।
নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২১ জুন বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম এবং ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ জানিয়েছেন তাঁরা হাতে ভোট পুনর্গণনার আবেদন করবেন।
এ বিষয়ে আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি আজ (সোমবার) আবেদন করব।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের ৫ শীর্ষ কর্মকর্তা নির্বাচন করা হবে আজ সোমবার। শীর্ষ কর্মকর্তা পদগুলো হলো—সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম সম্পাদক। গত শনিবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ৯ জন পরিচালকের মধ্যে থেকে এই কর্মকর্তাদের নির্বাচন করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী থাকলে এই নয়জনের গোপন ভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হবেন।
এর আগে শনিবার ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩১ জন প্রার্থীর মধ্যে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হন।
প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন যথাক্রমে সৈয়দা আম্বারিন রেজা (প্রাপ্ত ভোট ৪৫৩), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (প্রাপ্ত ভোট ৩৮৬), শমী কায়সার (প্রাপ্ত ভোট ৩৬৫), আসিফ আহনাফ (প্রাপ্ত ভোট ৩৩২), শাহরিয়ার হাসান (প্রাপ্ত ভোট ৩০৮), নাছিমা আক্তার নিশা (প্রাপ্ত ভোট ২০৭), মোহাম্মদ সাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৭), মো. সাইদুর রহমান (প্রাপ্ত ভোট ২৭৩), ও মো. ইলমুল হক (প্রাপ্ত ভোট ২৭০)।
নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২১ জুন বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম এবং ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ জানিয়েছেন তাঁরা হাতে ভোট পুনর্গণনার আবেদন করবেন।
এ বিষয়ে আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি আজ (সোমবার) আবেদন করব।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫