নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারে মন্দাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্র, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের পুঁজিবাজারে সূচক কমেছে। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারে পতনের হার কম।
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর সূচক ২ থেকে সাড়ে ৪ শতাংশের বেশি কমেছে। বিপরীতে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ শতাংশের কম। বাজারগুলোর গত এক মাসের তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। আগস্ট শেষে তা ছিল ৬ হাজার ২৯১ পয়েন্টে। অর্থাৎ মাসের ব্যবধানে সূচকটি কমেছে কেবল শূন্য দশমিক ২২ শতাংশ।
বিপরীতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রধান সূচকগুলোর মধ্যে ডো জোনস কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৩ দশমিক ৬০ শতাংশ। আর নাসডাক সূচক কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।
এ ছাড়াও হংকংয়ের পুঁজিবাজারে প্রধান সূচক হ্যাং সেং ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, তাইওয়ানের তাইওয়ান ওয়াইড ১ দশমিক ৪১ শতাংশ, থাইল্যান্ডের সেট ৪ দশমিক ৫৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি ৩ দশমিক শূন্য ৮ শতাংশ, পাকিস্তানের করাচি ১০০ সূচক ২ দশমিক ৩২ শতাংশ ও ভিয়েতনামের ভিএন ৩০ কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ।
সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারে মন্দাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্র, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের পুঁজিবাজারে সূচক কমেছে। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারে পতনের হার কম।
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর সূচক ২ থেকে সাড়ে ৪ শতাংশের বেশি কমেছে। বিপরীতে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ শতাংশের কম। বাজারগুলোর গত এক মাসের তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। আগস্ট শেষে তা ছিল ৬ হাজার ২৯১ পয়েন্টে। অর্থাৎ মাসের ব্যবধানে সূচকটি কমেছে কেবল শূন্য দশমিক ২২ শতাংশ।
বিপরীতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রধান সূচকগুলোর মধ্যে ডো জোনস কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৩ দশমিক ৬০ শতাংশ। আর নাসডাক সূচক কমেছে ৪ দশমিক ২৭ শতাংশ।
এ ছাড়াও হংকংয়ের পুঁজিবাজারে প্রধান সূচক হ্যাং সেং ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, তাইওয়ানের তাইওয়ান ওয়াইড ১ দশমিক ৪১ শতাংশ, থাইল্যান্ডের সেট ৪ দশমিক ৫৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি ৩ দশমিক শূন্য ৮ শতাংশ, পাকিস্তানের করাচি ১০০ সূচক ২ দশমিক ৩২ শতাংশ ও ভিয়েতনামের ভিএন ৩০ কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে